ম্যাঞ্চেস্টার: ইংলিশ প্রিমিয়র লিগে একাদশতম ম্যাচে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মুখোমুখি হতে চলেছে ম্যাঞ্চেস্টার সিটির। ১০ ম্যাচ পর পয়েন্ট তালিকার পঞ্চম এবং ষষ্ঠস্থানে থাকা দুই চিরপ্রতীদ্বন্দ্বীর লড়াই ঘিরে ম্যাঞ্চেস্টারের জবুথবু ঠান্ডায় উত্তাপের আঁচ। সীমিত সংখ্যায় গ্যালারিতে দর্শক নিয়ে খাতায়-কলমে বছরের সবচেয়ে ছোট দিনে দুর্দান্ত একটি ম্যাচ দেখার অপেক্ষায় ম্যাঞ্চেস্টার ডার্বি।

১৯ এবং ১৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলে যথাক্রমে পঞ্চম এবং ষষ্ঠস্থানে লাল ম্যাঞ্চেস্টার এবং নীল ম্যাঞ্চেস্টার। চলতি সপ্তাহেই লেইপজিগের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছুটি হয়ে গেলেও ঘরোয়া লিগে শেষ চার ম্যাচে টানা জয় পেয়েছে ম্যান ইউ। শেষ ৯টি অ্যাওয়ে ম্যাচ জয় ছিনিয়ে নিজেদের রেকর্ড ভেঙেছে সোল্কজায়েরের দল। তবে হোম ফর্ম ডার্বির আগে চিন্তার কারণ ইউনাইটেডের কাছে। চলতি মরশুমে এখনও অবধি হোম ম্যাচে একটি মাত্র জয় পেয়েছে তারা। চোট সারিয়ে দলে ফিরছেন ফরাসি স্ট্রাইকার অ্যান্থনি মার্শিয়াল। তবে এডিনসন কাভানির মাঠে নামার ব্যাপারে এখনও কোনও নিশ্চয়তা নেই।

অন্যদিকে সব ধরনের প্রতিযোগীতা মিলিয়ে শেষ ৬টি ম্যাচে ক্লিন-শিট রেখে ম্যাঞ্চেস্টার ডার্বিতে মাঠে নামছে সিটি। শেষ দশ ম্যাচের মাত্র দু’টিতে গোল হজম করা গুয়ার্দিওলার দল ডার্বিতে ম্যাগুয়ার নেতৃত্বাধীন ইউনাইটেড ডিফেন্সের ভুল-ত্রুটির সুযোগ কাজে লাগানোর অপেক্ষায়। গত মরশুমে দু’বারই চিরপ্রতীদ্বন্দ্বীদের বিরুদ্ধে হারের বদলা নিতে আজ মাঠে নামবে গুয়ার্দিওলার ছেলেরা।

তবে স্কাই ব্লুজ’দের মাথাব্যথার কারণ হতে পারেন লাল ম্যাঞ্চেস্টারের প্লে-মেকার ব্রুনো ফার্নান্দেজ। রোনাল্ডোর দেশের এই মিডফিল্ডার নভেম্বরে ইপিএলের ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ হয়েছেন। সবমিলিয়ে মরশুমের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বি ঘিরে পারদ চড়ছে।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সম্ভাব্য প্রথম একাদশ: দি গিয়া (গোলরক্ষক), হ্যারি ম্যাগুয়ার, ভিক্টর লিন্ডেলফ, ওয়ান বিসাকা, অ্যালেক্স টেলাস, স্কট ম্যাকটমিনে, ফ্রেড, জুয়ান মাতা, ব্রুনো ফার্নান্দেজ, মার্কাস রাশফোর্ড, ম্যাসন গ্রিনউড।

ম্যাঞ্চেস্টার সিটি সম্ভাব্য প্রথম একাদশ: এডেরসন, কাইল ওয়াকার, জন স্টোনস, রুবেন ডায়াস, বেঞ্জামিন মেন্ডি, রদ্রি, ফার্নান্দিনহো, রিয়াদ মাহরেজ, কেভিন দি ব্রুয়েনা, রহিম স্টার্লিং, গ্যাব্রিয়েল জেসুস।

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।