সিডনি: প্রথম টেস্টের আগে দারুণ ব্যাটিং ফর্ম ঋষভ পন্তের৷ অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুরন্ত শতরান এল ঋষভের ব্যাট থেকে৷ ৭৩ বলে দুরন্ত সেঞ্চুরি করে প্রথম টেস্টে দলে ঢোকার ব্যাপারে ঋদ্ধিমান সাহার উপর চাপ বাড়ালেন দিল্লির এই উইকেটকিপার ব্যাটসম্যান৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ ছিল ভারতীয় দলের সামনে৷ প্রথম ম্যাচে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে ম্যাচ ড্র করেছিলেন ঋদ্ধিমান৷ আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করে দলকে বড় রানের লিড এনে দিলেন পন্ত৷

এসসিজি-তে শুক্রবার অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে বোলারদের দাপটে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়েছিল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দল৷ আর শনিবার অজি বোলারদের বিরুদ্ধে দাপট দেখালেন ব্যাটসম্যানরা৷ হনুমা বিহারী ও ঋষভ পন্তের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় দিনে শেষে ৪৭২ রানের লিড ভারতের৷

৭৩ বলে ১০৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে অপরাজিত রয়েছেন পন্ত। দিনের শেষ ওভারে তিন অঙ্কের রানে পৌঁছন এই বাঁ-হাতি। ওই ওভার শুরুর সময় তিনি ৮১ রানে ব্যাট করছিলেন। শেষ ওভারে জ্যাক উইলডারমুথকে ২২ রান নিয়ে সেঞ্চুরিতে পৌঁছন দিল্লির এই তরুণ তুর্কি৷ প্রথমশ্রেণির ক্রিকেটে এটি পন্তের সপ্তম শতরান। এদিন তাঁর স্ট্রাইক-রেট ১৪১.১০৷ পঞ্চম উইকেটে বিহারীর সঙ্গে অবিভক্ত ১৪৭ রানের পার্টনারশিপ গড়েন পন্ত৷

পন্তের ইনিংসে প্রশংসা করে টুইট করে ক্রিকেট অস্ট্রেলিয়া লেখে, “UNBELIEVABLE! Pant hits 22 runs off the final over to bring up his 100! এই ইনিংসের ফলে প্রথম টেস্টের দল নির্বাচনে ঋদ্ধিমানকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেললেন পন্ত। প্রথম প্রস্তুতি ম্যাচে লড়াকু হাফ-সেঞ্চুরি করেছিলেন ঋদ্ধি। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হচ্ছে চার ম্যাচের সিরিজের প্রথম টেস্ট৷ সিরিজের এটিই একমাত্র ডে-নাইট টেস্ট৷

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।