বাংলাকে তৃণমূলমুখো করতে প্রয়াস মুখ্যমন্ত্রী মমতার, এবার চললেন উত্তরবঙ্গ সফরে
শুভেন্দু-গড় মেদিনীপুর থেকে জেলা সফর শুরু করেছিলেন। পরপর তিনদিন জনসভার পর এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন উত্তরবঙ্গ সফরে। সোমবার থেকে তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তিনি জলপাইগুড়িতে সভা করবেন। উত্তরবঙ্গ সফর সেরে ফিরবেন বৃহস্পতিবার।

দক্ষিণবঙ্গে তিনদিনে তিন জায়গায় সভা করেন মুখ্যমন্ত্রী। তার আগে বাঁকুড়ায় সভা করেন তিনি। বাঁকুড়া থেকেই তিনি জেলা সফরের কথা ঘোষণা করেন। সেইমতো মেদিনীপুর দিয়ে জেলা সফর শুরু হয় তাঁর। এরপর রানিগঞ্জ ও বনগাঁয় দুটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় শুধু জনসভা করেই ক্ষান্ত থাকছেন না। জেলা সফরে এসে তিনি জনসংযোগও করছেন। জেলা সফরে এসে তিনি হাজির হচ্ছেন দুয়ারে সরকারের ক্যাম্পে। এরই মধ্যে বনগাঁর সভায় তিনি মতুয়া ভোটব্যাঙ্ক ফেরাতে বিশেষ বার্তাও দেন। তিনি বুঝিয়ে দেন জেলা সফরে তিনি অঙ্ক কষেই পৃথক পৃথক ইস্যু তুলে ধরছেন তাঁর বক্তব্যে।২০২১-এর ভোটকে পাখির চোখ করে এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটের চারমাস আগে থেকেই তিনি জনসভা শুরু করে দিয়েছেন। তৃণমূলে নানা অস্বস্তি উড়িয়ে তিনি উন্নয়নকে তুলে ধরছেন আসন্ন ভোটের প্রচারে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল মনে করে, নেতারা নন, মানুষই তাঁদের শক্তি। বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে।
লালু প্রসাদ যাদবের কিডনির ২৫ শতাংশ শুধু কাজ করছে! চিকিৎসকের দাবি ঘিরে উদ্বেগ শুরু