নয়াদিল্লি: দেশে করোনা সংক্রমণ অব্যহত। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন আরও ৩০,০০৫ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪৪২ জনের।

নতুন করে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটায় আগের চেয়ে বেড়ে গেল মোট সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। শনিবার সকালে পাওয়া রিপোর্ট অনুযায়ী, দেশে মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৯৮ লক্ষ ২৬ হাজার ৭৭৫। অন্যদিকে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৬২৮।

মোট সংক্রমণের মধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছেন ৯৩ লক্ষ ২৪ হাজার ৩২৮ জন। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছে ৩৩ হাজার ৪৯৪ জন। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৮১৯ জন।

এরই মধ্যে হাতে এসেছে নয়া তথ্য। অভিনব ‘জিন-এডিটিং’ প্রযুক্তি তৈরি করেছেন বিজ্ঞানীরা। যার নাম দিয়েছেন ক্রিস্পার। এই প্রযুক্তির দৌলতে স্মার্টফোন ক্যামেরার মাধ্যমে দ্রুত এবং সহজে করোনা পরীক্ষা করা যাবে। ওই গবেষণাপত্রে ক্রিস্পার প্রযুক্তির বিস্তারিত বর্ণনা করেছেন নোবেল জয়ী বিজ্ঞানী জেনিফার ডৌডনা।

তবে তিনি একা নন, তাঁর সঙ্গে রয়েছেন ভায়রোলজিস্ট মেলানি ওট ও ড্যানিয়েল ফ্লেচার। তাঁরা জানিয়েছেন প্রচুর মোবাইল গ্রাহকের ওপর পরীক্ষা করার পরেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন তাঁরা। এর ফলে করোনা পরীক্ষার করার জন্য আর ল্যাবে ছুটতে হবে না।

 

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।