ওয়াশিংটন : মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে আরেক ভারতীয় বংশোদ্ভুত। ইউএস কংগ্রেশনাল প্রগ্রেসিভ ককাসের শীর্ষে বসলেন প্রমীলা জয়পাল। একসময়ের এই দাপুটে মার্কিন সেনেট নির্বাচিত হয়েছেন এই গুরুত্বপূর্ণ পদে।
ইউএস কংগ্রেশনাল প্রগ্রেসিভ ককাসের শীর্ষে প্রমীলা জয়পালের নির্বাচন নিঃ সন্দেহে ভারতীয়দের কাছে খুশির খবর। সিপিসির প্রধান হিসেবে বাইডেন প্রমীলাকে বেছে নিয়েছেন। এই পদে নির্বাচিত হওয়ার পর প্রমীলা ১১৭ তম কংগ্রেসের মার্কিনী আইন প্রণেতাদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে চিহ্নিত হলেন।
৫৫ বছরের প্রমীলা জয়পাল বুধবার নিজের জয় নিশ্চিত করেন। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে প্রমীলা জানিয়েছেন এই জয় পেয়ে তিনি সম্মানিত। এই পদের জন্য নিজের একশো শতাংশ দেবেন তিনি। ইউএস কংগ্রেশনাল প্রগ্রেসিভ ককাসের শীর্ষে পৌঁছনো তাঁর কাছে অন্যতম খুশির খবর।
২০শে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। সদ্য শেষ হওয়া মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হয়েছে। ক্ষমতা থেকে সরে গেছে রিপাবলিকানরা। এবারের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নজর কেড়েছেন ভারতীয় বংশদ্ভুত প্রার্থীরা।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার বিশেষ নজর ছিল ভারতীয়দের। আর ভারতীয়দের গর্বিত করে আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস। তাই ডেমোক্র্যাটদের আমলে ভারতের সঙ্গে সম্পর্কের বিশেষ উন্নতির আশাও করছেন অনেকে।