কলকাতা: পাখির চোখ বিধানসভা ভোট৷ দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
সূত্রের খবর, আগামী সোমবার থেকে তিন দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার জলপাইগুড়ি,বুধবার কোচবিহারে সভা করবেন মমতা৷ তারপর বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসবেন তিনি৷
এর আগে দক্ষিণবঙ্গের তিন জায়গায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাঁকুড়া,মেদিনীপুর ও বনগাঁ৷ উত্তর ২৪ পরগণার বনগাঁ থেকে তিনি মতুয়াদের আশ্বস্ত করেন৷
বনগাঁর জনসভা থেকে বলেন,‘পূর্ববঙ্গ থেকে যারা এদেশে এসেছেন তারাই এদেশের নাগরিক। এর জন্য নতুন করে কারও সার্টিফিকেট দরকার নেই। এখানে কারা থাকবেন তা ঠিক করবে রাজ্য সরকার।’
মমতা আরও বলেছিলেন,এই বাংলায় এনআরসি করতে দেবো না। বাংলাকে গুজরাট বানাতে দেব না। জনগনের উদ্দেশ্যে বলেন,রাজ্যে কোনও ভাবেই এনআরসি বা সিএএ করতে দেবেন না। বাংলা থেকেই বাংলার লোকজনকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি ,আমরা বাংলাকে কিছুতেই গুজরাত হতে দেবো না।
এছাড়াও মুখ্যমন্ত্রী জনসভা থেকে মতুয়াদের নিয়ে আগাম কিছু প্রতিশ্রুতিও শোনান। মতুয়াদের জন্য বিশ্ববিদ্যালয় ,সরকারি পাঠ্যপুস্তকে হরিচাঁদ ঠাকুরের জীবন কাহিনী রয়েছে। গত মাসেই মতুয়াদের জন্য আলাদা উন্নয়ন পরিষদ তৈরি করে তাতে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে সরকার৷
শুধু তাই নয়, মতুয়া সমাজের জন্য যা উন্নয়ন তা আমরাই করেছি। আগামী বছরের ক্যালেন্ডার রেডি হয়ে গিয়েছে । তা সত্বেও বলছি আগামীদিন মধুকৃষ্ণ ত্রয়োদশীতে মতুয়া ধর্মের ঠাকুর হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সরকারী ছুটি ঘোষনা করা হলো।