ব্যাম্বোলিম: আইএসএলে নিজেদের পঞ্চম ম্যাচে ওডিশা এফসি’কে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিল এফসি গোয়া। ব্যাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে শনিবার ম্যাচের প্রথমার্ধের সংযুক্তি সময়ে ইগর আঙ্গুলোর একমাত্র গোলে তিন পয়েন্ট ঘরে এল গৌর’দের। একইসঙ্গে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চারে উঠে এল তারা। অন্যদিকে গোয়ার কাছে হেরে পঞ্চম ম্যাচ পরেও টুর্নামেন্টের জয় অধরা রইল ওডিশার।

মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে গত ম্যাচে মাঠে নামানো প্রথম একাদশে চারটি পরিবর্তন এনে এদিন গোয়ার বিরুদ্ধে দল সাজিয়েছিলেন স্টুয়ার্ট বাক্সটার। গোলে ফেরেন অর্শদীপ সিং। এছাড়া হেন্ডরি আন্তোনায়, বিনিথ রাই এবং মাইকেল ওনয়ুকে এদিন শুরু থেকে নামিয়ে দেন ওডিশা কোচ। অন্যদিকে এদু বেদিয়ার পরিবর্তে আলবার্তো নগুয়েরোকে একাদশে এনে দল সাজিয়েছিলেন গোয়া কোচ জুয়ান ফেরান্দো। এদিন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল গোয়ার কাছে। প্রথমার্ধে ৬৫ শতাংশ বল নিজেদের দখলে রেখে আধিপত্য নিয়ে ফুটবল খেলে তারা।

দু’প্রান্ত দিয়ে ওডিশা রক্ষণে গোয়ার আক্রমণের ঢেউ আছড়ে পড়লেও গোল আসছিল না কিছুতেই। অন্যদিকে বিপক্ষের অ্যাটাকিং থার্ডে গিয়ে সেই অর্থে কোনও বিপদের সঞ্চার করতে পারেনি ওডিশা। অবশেষে প্রথমার্ধের সংযুক্তি সময়ে ডেডলক ভাঙে ওডিশা রক্ষণের। ৪৫+২ মিনিটে বাঁ-প্রান্ত ধরে উঠে এসে ওডিশা ডিফেন্ডার স্টিভেন টেলর সহ আরও দু’জনকে বোকা বানিয়ে আঙ্গুলোর উদ্দেশ্যে পাস বাড়ান জেসুরাজ। অর্শদীপকে পরাস্ত করে ফাঁকা গোলে বল ঠেলে টুর্নামেন্টে নিজের ষষ্ঠ গোল তুলে নিতে কোনও ভুল করেননি স্প্যানিশ স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধেও সমান দাপট বজায় রাখে গোয়া। তিনকাঠির নীচে অর্শদীপ দুর্ভেদ্য না হয়ে উঠলে নিঃসন্দেহে গোলসংখ্যা বাড়িয়ে নিতে পারত গৌররা। মাঝমাঠে এদিন মার্সেলিনহোর অভাব প্রতিপদে অনুভব করে ওডিশা। শেষ কয়েকমিনিটে ব্রাজিলিয়ানকে নামিয়ে বাক্সটার চেষ্টা করলেও তা সফল হয়নি। অন্যদিকে গোয়া আর গোল না তুলে নিতে পারলেও আঙ্গুলোর একমাত্র গোলই তিন পয়েন্ট এনে দেয় তাদের।

আগামী বুধবার ষষ্ঠ ম্যাচে এটিকে-মোহনবাগানের মুখোমুখি হবে গোয়া। অন্যদিকে আগামী বৃহস্পতিবার ওডিশা পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি’র।

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।