১০-এ ৬! বর্ডার-গাভাসকর ট্রফিতে দাপট ভারতীয় বোলারদের, লড়ছে অস্ট্রেলিয়াও
অ্যাডিলেড ওভালে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে মোকাবিলার জন্য তৈরি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দিন-রাতের টেস্টে শেষ হাসি কে হাসবে, তা সময় বলবে। তবে ভারতীয় দলের বোলিং বিভাগ যে এবারও ক্যাঙারুর দেশে ফুল ফোটাতে পারে, তা প্রায় নিশ্চিত। তারই প্রেক্ষিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কারা, তা এক নজরে দেখে নেওয়া যাক।

শীর্ষে অনিল কুম্বলে
বর্ডার-গাভাসকর ভারত বনাম অস্ট্রেলিয়ার মুখোমুখি সাক্ষাতে উইকেট সংগ্রাহকের তালিকার শীর্ষ স্থানে রয়েছেন কিংবদন্তি অনিল কুম্বলে। অজি শিবিরের বিরুদ্ধে মাত্র ২০টি টেস্ট খেলে ১১১টি উইকেট নিয়েছেন জাম্বো। এক ম্যাচে দশ বার ১০ উইকেট নিয়েছেন কুম্বলে। দুই দেশের মধ্যে টেস্টে একশো এবং তার বেশি উইকেট নেওয়া একমাত্র বোলারও তিনিই।

দ্বিতীয় হরভজন সিং
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। বর্ডার-গাভাসকর ট্রফিতে ১৮টি টেস্টে মোট ৯৫টি উইকেট নিয়েছেন ভাজ্জি। ২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেন্স টেস্টে ঐতিহাসিক হ্যাটট্রিক সহ এক ম্যাচে তিন বার দশ উইকেট নিয়েছেন হরভজন সিং।

তৃতীয় নাথান লায়ন
ভারতের বিরুদ্ধে ১৮টি টেস্ট খেলে ৮৫ উইকেট নেওয়া অফ স্পিনার নাথান নায়ন তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। বর্ডার-গাভাসকর ট্রফির এক ম্যাচে একবার দশ উইকেট এবং ইনিংসে সাত বার পাঁচ উইকেট নিয়েছে লায়ন।

চতুর্থ রবিচন্দ্রণ অশ্বিন
বর্ডার-গাভাসকর ট্রফির অধীনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫টি টেস্ট ম্যাচ খেলে ৭৭টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় অফ স্পিনার।

পঞ্চম জাহির খান
বর্ডার-গাভাসকর ট্রফিতে ১৯টি ম্যাচ খেলে ৬১টি উইকেট নিয়েছেন কিংবদন্তি জাহির খান। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলার।

ষষ্ঠ ইশান্ত শর্মা
তালিকায় জাহির খানের পরেই স্থান টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার ইশান্ত শর্মার। বর্ডার-গাভাসকর ট্রফিতে ২৫টি ম্যাচ খেলে ৫৯টি উইকেট নিয়েছেন ইশু।

সপ্তম রবীন্দ্র জাদেজা
২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন রবীন্দ্র জাদেজা। ইতিমধ্যে ৫৬টি উইকেট হাসিল করেছেন ভারতের বাঁ-হাতি স্পিনার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে তিন বার পাঁচ উইকেট নিয়েছেন জাড্ডু।

অষ্টম ব্রেট লি
বর্ডার-গাভাসকর ট্রফিতে উইকেট নেওয়ার নিরিখে অষ্টম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়া প্রাক্তন ফাস্ট বোলার ব্রেট লি। ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতের বিরুদ্ধে ১২টি টেস্ট খেলে তিনি ৫৩টি উইকেট নিয়েছেন।

নবম গ্লেন ম্যাকগ্রা
তালিকার নবম স্থানে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা। বর্ডার-গাভাসকর ট্রফিতে ১১টি ম্যাচ খেলে ৫১টি উইকেট নিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয় ফাস্ট বোলার তথা কিংবদন্তি।

দশম মিচেল জনসন
দশম স্থানে থাকা মিচেল জনসন ভারতের বিরুদ্ধে ১৪টি টেস্ট খেলেছেন। ৫০টি উইকেট হাসিল করেছেন প্রাক্তন অস্ট্রেলিয় ফাস্ট বোলার।
ব্যক্তিগত ক্যারিশমায় সেয়ানে সেয়ানে লড়াই, তবু পাল্লা ঝুঁকে ভারতেরই দিকে!