বছর শেষে দেখে নিন বিশ্বের কোন ১২টি দেশ এখনও কোভিড শূন্য
দেখতে দেখতে নানান চড়াই–উৎরাইয়ের মাধ্যমে ২০২০ সালও শেষ হতে চলল। ২০১৯ থেকে ২০২০ সালে আসার পর পরই বিশ্ববাসীর জীবনে থাবা বসায় করোনা ভাইরাস নামক মারণ রোগ। যার জেরে বেশ কয়েক দশক পর গোটা বিশ্ব মহামারির রূপ ধারণ করে। ২০১৯ সালের ডিসেম্বরে চিন থেকে এই মারণ রোগটি ছড়িয়ে পড়েছিল বিশ্বে। এখনও ভারত সহ বেশ কিছু দেশে করোনা ভাইরাসের ছায়া সরে যায়নি। গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭১ কোটিরও বেশি এবং মৃত্যু হয়েছে ১৬ কোটি মানুষের। তবে কিছু দেশ এমনও রয়েছে যেখানে করোনা ভাইরাসের মারণ থাবা পড়েনি। সেখানকার মানুষরা আজও এই মহামারি থেকে দূরে রয়েছে।

১২টি দেশ করোনা শূন্য
তুর্কমেনিস্তান, সামোয়া, কিরিবাটি, ফেডারেটেড স্টেট অফ মাইক্রোনেশিয়া, টোঙ্গা, টুভালু, পালাউ, মার্শাল আইল্যান্ড, সোলোমন আইল্যান্ড, ভানুয়াতুর, নাউরু, উত্তর কোরিয়া। এর মধ্যে অধিকাংশ দেশের নাম হয়ত অনেকেই শোনেননি। তবে সামোয়াতে সম্প্রতি একটি কোভিড-১৯-এর কেস পাওয়া গিয়েছে যা অস্ট্রেলিয়া থেকে এসেছে। অতীতে এই দেশে মারণ ইনফ্লুয়েঞ্জার পর স্বাধীন এই দেশটি এখন অনেক বেশি সচেতন হয়ে গিয়েছে।

কড়াভাবে পালন সব নিয়ম
এই সমস্ত দেশগুলিতে অত্যন্ত কড়াভাবে হু-এর জারি করা করোনা ভাইরাসের নির্দেশিকা অনুসরণ করা হয়েছে। দেশের প্রত্যেকটি নাগরিক সরকারের কোভিড বিধি মেনে চলছেন। যে কারণে এই দেশগুলি শূন্য করোনা ভাইরাস কেসের তালিকায় রয়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা এর মধ্যে কোনও কোনও দেশে হয়তো করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে কিন্তু তা ধরা পড়েনি বা প্রকাশ করা হচ্ছে না। যেমন ধরা যাক উত্তর কোরিয়া। সেখানে সরকারিভাবে দাবি করা হচ্ছে সংক্রমণের ঘটনা শূন্য। প্রসঙ্গত, সামাজিক দূরত্বের নতুন নিয়মে যখন আটকে পড়েছে বিশ্ব, এসব দেশ তারও বহু আগে থেকেই আসলে এক ধরণের সেল্ফ আইসোলেশন বা বিচ্ছিন্ন হয়ে আছে।

জাতীয় জরুরী সঙ্কট নাউরুর
কিন্তু তাই বলে এসব দেশ নিশ্চিন্ত হয়ে বসে নেই। যেমন নাউরুর প্রেসিডেন্ট জানিয়েছেন, কোভিড-১৯-কে তারা জাতীয় জরুরী সঙ্কট বলে ঘোষণা করেছেন। নাউরু একটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র। আশে-পাশের যে কোনও দেশ থেকে এটির দূরত্ব প্রায় দুশো মাইল।

একই পথে অন্যান্য দেশও
সবচেয়ে নিকট প্রতিবেশি হচ্ছে আরেক দ্বীপ রাষ্ট্র কিরিবাটি। সরাসরি বিমান চলে এরকম সবচেয়ে কাছের বড় শহর অস্ট্রেলিয়ার ব্রিসবেন। দূরত্ব প্রায় আড়াই হাজার মাইল। কেবল নাউরু নয়, কিরিবাটি, টোঙ্গা, ভানুয়াতুর মতো দেশগুলোও একই নীতি নিয়েছে। তারাও জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করেছে।
করোনা আবহে বছরের সেরা শব্দ হিসাবে নির্বাচিত 'প্যানডেমিক’