করোনা আক্রান্তের নিরিখে এক কোটির পথে ভারত! দেশে আক্রান্ত ও মৃত্যুতে তৃতীয়স্থানে বাংলা
শনিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৯৮, ২৬, ৭৭৫ লক্ষে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০, ০০৬ জন। মৃত্যু হয়েছে ৪৪২ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১, ৪২, ৬২৮ -তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৫ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৯৩, ২৪, ৩২৮ জন।
মুর্শিদাবাদের ইসলামপুরে শ্যুটআউট! হাসপাতালে ভর্তি ৩ গ্রামবাসী

ভারতে আক্রান্ত ৯৮, ২৬, ৭৭৫
শনিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮, ২৬, ৭৭৫ । সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩, ৫৯, ৮১৯। সারা দেশে গত ১২ দিন ধরে আক্রান্তের সংখ্যা রয়েছে ৪০ হাজারের নিচে। শেষবার আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরিয়েছিল ২৮ নভেম্বর।

বেড়েছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৯৩, ২৪, ৩২৮ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩০, ০০৬ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৪.৮৯ %-এ।

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ
২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরল । আক্রান্তের সংখ্যা ৪৬৪২। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৯, ৪০১। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ২৫৬৩ জনের। দেশে ২৪ ঘন্টায় সেখানে ২৯ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৪২৬৮। ২৪ ঘন্টায় সেখানে সব থেকে বেশি ৮৭ দনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২৭৭৪ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে বাংলা। ২৭৫৩ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় বাংলায় মৃত্যু হয়েছে ৫০ জনের, সুস্থ হয়েছেন ২৮৭৩ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে দিল্লি। সেখানে ২৩৮৫ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২৪০২ জন। মৃত্যু হয়েছে ৬০ জনের। মৃত্যুতে সারা দেশে দিল্লি রয়েছে দ্বিতীয়স্থানে, আর বাংলা রয়েছে তৃতীয়স্থানে। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে রাজস্থান। ১৪৭৩ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন ২,৭৬৮ জন।

২৪ ঘন্টায় ১০, ৬৫, ১৭৬ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ১০, ৬৫, ১৭৬ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭১, ৪৩৭, ৭১৮ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ৬০১, ১৮৯ জনের। সুস্থ হয়েছেন ৪৯, ৬৩৭, ৪১৯ জন।