কৃষক আন্দোলনে খালিস্তানি 'গন্ধ'! সেনায় শিখ জওয়ানদের নিয়ে এনআইএ রিপোর্টের পর সরব আকালি দল
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতারা ক্রমাগত কৃষক আন্দলন নিয়ে বক্তব্য তুলে ধরতে শুরু করেছেন। এরই মধ্যে আন্দোলনে খালিস্তানি প্রভাব রয়েছে বলেও অভিযোগের সুর চড়তে শুরু করে। এদিকে, এনআইএর এক সাম্প্রতিক রিপোর্টে ভারতীয় সেনার শিখ সৈন্যদের খালিস্তান পন্থীরা উস্কানি দিচ্ছে বলে তথ্য উঠতে থাকে। এমন এক পরিস্থিতিতে শিরোমনি আকালিদল মুখ খুলেছে।

বিজেপির প্রাক্তন শরিকের বার্তা
বিজেপির প্রার্তন শরিক তথা পাঞ্জাবের আঞ্চলিক দল শিরোমনি আকালি দল জানিয়েছেব, কেন্দ্র কৃষি আন্দোলনকে খালিস্তানি ও রাজনৈতিক তকমা দিয়ে বদনাম করার চেষ্টা করছে। এদিন দলের তরফে সুখবিন্দর সিং বাদল বলেন, কেউ কেন্দ্রের সঙ্গে সহমত না হলেই তাদের দেশদ্রোহী বানানো হয়।

মন্ত্রীকে পদত্যাগ করতে হবে!
এদিন সুখবীর সিং বাদল সাফ জানান, বিজেপি জোট সরকারের যে মন্ত্রী এইভাবে কৃষকদের আন্দোলনেক অপমান করেছেন, তাঁকে পদত্যাগ করতে হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

এনআইএ স্ক্যানারে কে?
এদিকে দেশে কৃষক আন্দোলনে মাঝেই 'শিখ ফর জাস্টিস 'নামে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নাম উঠেছে ভারতীয় সেনাকে ঘিরে। এনআইএর এক রিপোর্ট অনুযায়ী ভারতী সেনার শিখ জওয়ানদের উস্কানি দিতে শুরু করেছে খালিস্তানি সংগঠন হিসাবে পরিচিত 'শিখ ফর জাস্টিস ।

মোদী সরকারের মন্ত্রীর বক্তব্য
এর আগে মোদী সরকারের মন্ত্রী রাওসাহেব দানবে বলেন, ভারতে কৃষক আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে পাকিস্তান ও চিন। বিচ্ছন্নতাবাদী শক্তির মদতে এই আন্দোলন চলছে বলে তিনি মত প্রকাশ করেন। তারপরই এদিন আকলি দল ঝাঁঝালো তোপ দাগে।
চিনা বাণিজ্যে ভারতীয় 'হানা'! যোগী রাজ্যে আসছে স্যামসাং, মাথায় হাত বেজিংয়ের