নয়াদিল্লি: জিও তাঁর গ্রাহকদের জন্য ৫০০ টাকার মধ্যে অনেক প্ল্যান নিয়ে এসেছে। তবে, আপনি যদি কম দামের প্ল্যানের দিকে নজর রাখেন তবে এখানে দেওয়া হল ১০০ টাকার নীচের নানান প্ল্যান। এই প্ল্যানগুলিতে কলিং বা ডেটা অথবা উভয় সুবিধাও দেওয়া হয়।

রিলায়েন্স জিওতে ১০০ টাকার মধ্যে খুব বেশি প্রিপেইড পরিকল্পনা নেই। যে পরিকল্পনা রয়েছে তা দারুণ। জিওর ১০০ টাকার মধ্যেকার সমস্ত প্ল্যান বিনা ভ্যালিডিটিতে আসে। এই প্ল্যানগুলি ব্যবহার করার জন্য আপনার অবশ্যই একটি বেস প্ল্যান থাকতে হবে।

১০১ টাকার জিও-র দারুণ একটি প্ল্যান রয়েছে। এই প্ল্যানে ১২ জিবি ডেটা তো দেওয়া হয়ই। সঙ্গে অফ নেট কলিংয়ের জন্য থাকে ১০০০ মিনিট।

একই ভাবে ৫১ টাকার প্ল্যান এর অর্ধেক। এই প্ল্যানে দেওয়া হয় ৬ জিবি ডেটা, ৫০০ মিনিটের অফ-নেট কলিং। এছাড়া রয়েছে ২১ টাকার প্ল্যান। সেই প্ল্যানে ডেটা হিসেবে দেওয়া হয় ২ জিবি। আর অফ নেট কলিং-এর জন্য মেলে ২০০ মিনিট।

জানলে অবাক হবেন জিও তে ১০ টাকারও প্ল্যানও রয়েছে। দেওয়া হবে ১২৪ আইইউসি মিনিট এবং ১ জিবি কমপ্লিমেন্টারি ডেটা। ২০ টাকার প্ল্যানে রয়েছে ২৪৯ আইইউসি মিনিট এবং এতে মোট ২ জিবি কমপ্লিমেন্টারি ডেটা দেওয়া হয়।

৫০ টাকার প্ল্যানে ৫ জিবি ডেটা ও ৬৫৬ আইইউসি মিনিট দেওয়া হয় ও ১০০ টাকার প্ল্যানে দেওয়া হয় ১০ জিবি ডেটা ও ১৩৬২ আইইউসি মিনিট।

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।