ঋষভের বিধ্বংসী ব্যাটিং, অজিদের বিরুদ্ধে শেষ ওভারে ২২ রান হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ পন্থের
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিধ্বংসী ব্যাটিং ঋষভ পন্থের। প্রস্তুতির দ্বিতীয় দিনে ৭৩ বলে ১০৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন পন্থ। ৯টি বাউন্ডারির পাশাপাশি ৬টি ছক্কা হাঁকিয়েছেন ঋষভ। ডনের দেশে টেস্ট সিরিজ শুরুর আগে পন্থের এমন ঝোড়ো ব্যাটিংয়ে ক্রিকেট দুনিয়ায় সোরগোল।

শেষ ওভারে ২২ রান নিলেন পন্থ
শেষ ওভারে পন্থ অজিদের বোলিংয়ের বিরুদ্ধে ২২ রান তুলেছেন। ওয়াইল্ডারমাথের বোলিংয়ের বিরুদ্ধে পন্থ দিনের শেষ ওভারের প্রথম বলে কোন রান না নিলেও দ্বিতীয় বল থেকেই চালিয়ে খেলতে শুরু করে দেন।

শেষ ওভারে চার ছক্কার ব্যাটিং বিস্ফোরণ
শেষ ওভারে চার ছক্কার ব্যাটিং বিস্ফোরণ পন্থের। শেষ ওভারে পন্থ ৪, ৪, ৬,৪, ৪ হাঁকিয়েছেন। শেষ ওভারের আগে পন্থ ৬৭ বলে ৮১ রানে ব্যাটিং করছিলেন। ওভার শেষ হওয়ার পর ৭৩ বলে ১০৩ রানে পৌঁছন। শেষ ওভারে এই ব্যাটিং ঝড়েই সেঞ্চুরি পূর্ণ করেন পন্থ। ঋষভ ছাড়া ব্যাটে এদিন হনুমা বিহারী ১০৪ রান হাঁকিয়ে দ্বিতীয় ইনিংসে অপরাজিত রয়েছেন।

দ্বিতীয় ইনিংসে ভারতের লিড
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন, পন্থ ও হনুমা বিহারীর জোড়া শতরানে ভর করে, ভারত ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৩৮৬ রান হাঁকিয়েছে। প্রথম ইনিংসে শামি-বুমরাহরা অজিদের ১০৮ রানে অলআউট করায় দ্বিতীয় ইনিংসে সব মিলিয়ে ভারতের লিড এখন ৪৭২ রানে পৌঁছেছে।

নেটিজেনদের প্রতিক্রিয়া
পন্থের এমন বিধ্বংসী ইনিংস দেখার পর, সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ফ্যানেদের মধ্যে সোরগোল। ইতিমধ্য়েই পন্থকে নিয়ে মিমের ছড়াছড়ি। কেউ জনপ্রিয় ওয়েব সিরিজ মিরজাপুরের ছবি দিয়ে মিম তৈরি করে পন্থকে এবার টেস্ট সিরিজের দলে দেখার ইচ্ছপ্রকাশ করেছেন। কেউ আবার 'রিটার্ন অফ পন্থ' বলেও টুইট করলেন।
আইএসএলে কোন দলের বিরুদ্ধে কবে ফের মাঠে নামছে এটিকে মোহনবাগান?