মুর্শিদাবাদের ইসলামপুরে শ্যুটআউট! হাসপাতালে ভর্তি ৩ গ্রামবাসী
গ্রামে রাস্তার লাইট লাগানো কে কেন্দ্র করে চলল গুলি। মুর্শিদাবাদ (murshidabad) জেলার ইসলামপুর থানার অন্তর্গত টাকারায়পুর এলাকার টাকা নতুনপাড়া এলাকার ঘটনা। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। তাঁদেরকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।
কমিশনের কাছে বামেদের তরফে ৯ কেন্দ্রে 'গরমিলের' তালিকা! ৩ দিনের সফরে রাজ্য উপ নির্বাচন কমিশনার

রাস্তায় আলো লাগানোকে কেন্দ্র করে গণ্ডগোল
আহতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার সন্ধেয় ইসলামপুর থানার অন্তর্গত টাকারায়পুর এলাকার টাকানতুনপাড়া গ্রামে সরকারি আলো লাগানোর কাজ চলছিল। অভিযোগ, রাস্তার উপরে লাল্টু শেখ নামে এক ব্যক্তি তার দোকানে দিকে সেই আলো লাগিয়ে ছিল। কিন্তু তিনজন ব্যক্তি তার প্রতিবাদ করে। সেই প্রতিবাদে জেরেই গুলি চালানোর ঘটনা।

হাসপাতালে ভর্তি তিনজন
আহত অবস্থায় নুরসেলাম মণ্ডল, পিয়ারুল শেখ ও মিজান সেখ কে গুলিবিদ্ধ অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে এই গুলি তার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ জানিয়েছে ।

হাওড়াতে হয়েছে শ্যুটআউট
এর আগে হাওড়াতে হয়েছে শ্যুটআউট। মধ্য হাওড়ার দক্ষিণ ইছাপুরে লোহাট ছাঁট ব্যবসায়ী সুনীল ভৌমিকের দোকানে ঢোকে দুষ্কৃতীরা। খুব কাছ থেকে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে। তাঁকে হাওড়া হাসপাতালে ভর্তি করানো হয়। তোলা চেয়ে না পাওয়ায় ওই ব্যবসায়ীকে গুলি করা হয়েছিল।

টিটাগড়ে শ্যুটআউটে মৃত্যু বিজেপি নেতার
৪ অক্টোবর রবিবার সন্ধেয় উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বাইকে এসে জনা কয়েক দুষ্কৃতী গুলি করে খুন করে বিজেপি নেতা মণীশ শুক্লাকে। সেই সময় বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ এই নেতাকে খুন করেছে। বিজেপির সেই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় শাসকদল। খুনের তদন্তভার তুলে দেওয়া হয়েছিল সিআইডির হাতে। অন্যদিকে মৃতের বাবা রাজ্যপালের সঙ্গে দেখা করে সিবিআই তদন্ত দাবি করেছিলেন। তবে এই খুন নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ করে সরব হয়েছিল বামেরাও। টুইট করে সুজন চক্রবর্তী লিখেছিলেন নৈরাজ্যের অন্ধকারে পশ্চিমবঙ্গ। মানুষের নিরাপত্তা কিংবা আইনের শাসন, এরাজ্যে কিছু কি অবশিষ্ট থাকছে, মাননীয়া ?
এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত নাসির আলিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে সিআইডি। ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।