বিরাটের উইকেটই প্রধান লক্ষ্য, টেস্টে বন্ধুত্ব থাকবে না, বলছেন কামিন্স
ডনের দেশে টেস্ট সিরিজ মানেই সচিন বনাম ওয়ার্ন, লক্ষ্মণ বনাম ম্যাকগ্রা, দ্রাবিড় বনাম গিলেস্পি! অতীতের এই সব ডুয়েলের ছবিগুলো চোখের সামনে ভেসে উঠলে ক্রিকেট ফ্যানেদের গায়ে আজও যেন কাঁটা দেয়। ভারত-অজি টেস্ট ডুয়েল এখন তাই বিশ্বে অ্যাসেজ সিরিজের পরই সবচেয়ে উত্তেজক প্রতিদ্বন্দ্বিতা হিসেবে ফ্যানেদের মনে জায়গা করে নিয়েছে। এবার সেই লড়াইয়ে বিরাট বনাম কামিন্স ও স্মিথ বনাম বুমরাহ লড়াই নতুন মাত্রা জুড়তে চলেছে।

বিরাট বনাম কামিন্স
এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে দুই সেরা ব্যাটসম্যান স্মিথ ও বিরাট। স্টিভ স্মিথ শীর্ষস্থানে রয়েছেন। আর বিরাট কোহলি রয়েছেন তিনে। টেস্টের এই দুই সেরা ব্যাটসম্যানের বিরুদ্ধে এবার সেরা বোলারদের লড়াই।

স্মিথ বনাম বুমরাহ
আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থানে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিরাট বনাম কামিন্সের ডুয়েল ঘিরে ইতিমধ্য়েই আলোচনা তুঙ্গে। অন্যদিকে স্মিথ বনাম বুমরাহের ডুয়েল নিয়েও চর্চা চলছে। শেষবার বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়ানোয় ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে স্মিথ ছিলেন না। এবার ডনের দেশে টেস্টে এই প্রথমবার স্মিথ বনাম বুমরাহ লড়াই। বিশ্বের দুই সেরা ক্রিকেটারের ডুয়েল দেখার অপেক্ষায় তাই ক্রিকেট ফ্যানেদের প্রহর গোনা শুরু।

বিরাটকে নিয়ে কী বললেন কামিন্স
সিরিজে বিরাটের বিরুদ্ধে বল করা নিয়ে তেতে রয়েছেন কামিন্স। অজিদের তারকা পেসার বলেন, 'ছোটবেলা থেকে তারকাদের ডুয়েল মানেই লারা বনাম গিলেস্পি এই সব ডুয়েলের কথা জেনে এসেছি। এবার বিরাটের বিরুদ্ধে আমার কাছে প্রতিদ্বন্দ্বিতাটা অনেকটা এরকমই। কোহলির উইকেট নেওয়াই আমার কাছে প্রধান লক্ষ্য।'

টেস্টে বন্ধুত্ব থাকবে না
অন্যদিকে টেস্ট সিরিজে এমন বন্ধুত্বের পরিবেশ থাকবে না বলেও জানিয়েছেন কামিন্স। সীমিত ওভারের সিরিজে দুই দলের ক্রিকেটারদের মধ্য়ে বন্ধুত্বের ছবি ধরা পড়েছিল। টেস্ট মহারণে সেই ডুয়েল পাল্টে যেতে চলেছে বলে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কামিন্স।
১০-এ ৬! বর্ডার-গাভাসকর ট্রফিতে দাপট ভারতীয় বোলারদের, লড়ছে অস্ট্রেলিয়াও