একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে ঘূর্ণাবর্ত! সপ্তাহ শেষে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
শীত ফিরল কলকাতায়। বেশিরভাগ জেলা সদরেও শুক্রবারের থেকে তাপমাত্রা (weather) কমেছে। এদিন কলকাতার তাপমাত্রা শুক্রবারের থেকে প্রায় ২ ডিগ্রি কম। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস এখনই জাঁকিীয়ে শীত পড়ছে না। আগামী তিন থেকে চারদিন পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় সকালে কুয়াশা থাকবে।
করোনা আক্রান্তের নিরিখে এক কোটির পথে ভারত! দেশে আক্রান্ত ও মৃত্যুতে তৃতীয়স্থানে বাংলা

একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর সূত্রে খবর, জম্মু ও কাশঅমীরে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। অন্যদিকে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ ৯৮ শতাংশের বেশি হওয়াতেই কুয়াশার দাপট বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ৪৮ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী ৩ থেকে ৪ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামীকাল সকালে উত্তরবঙ্গের সবকটি জেলায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনার কথা জানানো হয়েছে। যেখানে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামীকাল সকালে কুয়াশার দাপট দেখা দেবে। পাশাপাশি দৃশ্যমানতা ২০০ মিটারের কমে নেমে যেতে পারে বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৪.৩
বালুরঘাট ১৪.১
বাঁকুড়া ১৩.৮
ব্যারাকপুর ১২.৮
বহরমপুর
বর্ধমান ১৩.২
ক্যানিং ১৭
কোচবিহার ১৩.২
দার্জিলিং ৬
দিঘা ১৬.২
কলকাতা ১৫.৪
মালদহ ১৬.৪
পুরুলিয়া ১২.৪
শিলিগুড়ি ১৪.১
শ্রীনিকেতন ১২.৮