সমস্যা মিটবে রবিবারই! দুষ্মন্ত চৌতালার 'ভবিষ্যৎবাণী' ঘিরে জল্পনা তুঙ্গে
আরও কঠোর প্রত্যয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় নামতে চলেছে কৃষকরা। এই পরিস্থিতিতে এবার আচমকা একটি ভবিষ্যৎবাণী করেন হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালা। এদিন তিনি বলেন যে আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই সব সমস্যা মিটে যাবে। তবে কৃষক আন্দোলন নিয়ে দুষ্মন্তের এই দাবি ঘিরেই জল্পনা তুঙ্গে।

দুষ্মন্ত চৌতালার ভবিষ্যৎবাণী
উল্লেখ্য, এর আগে দুষ্মন্ত চৌতালাই বলেছিলেন যে যদি কৃষকদের দাবি মতো ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে কেন্দ্র পদক্ষেপ না নেয়, তবে তিনি এবং তাঁর দল সরকার থেকে পদত্যাগ দেবেন। যার জেরে সমস্যায় পড়তে পারত হরিয়ানায় বিজেপির সরকার। তাই কৃষক আন্দোলন যে শুধুমাত্র প্রশাসনিক একটি বিষয়, তা নয়।

রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ দুষ্মন্তের
এদিনই দুষ্মন্ত চৌতালা দেখা করেন রাজনাথ সিংয়ের সঙ্গে। উল্লেখ্য, রাজনাথ সিং নিজে কৃষকদের বোঝানোর দায়িত্বে রয়েছেন। এদিন রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে দুষ্মন্ত বলেন, 'আমি কৃষকদের প্রতিনিধি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে কৃষকদের দাবির কথা আমি তুলে ধরি। আমি আশা করছি আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই সব সমস্যা মিটে যাবে।'

হরিয়ানা কৃষকদের সঙ্গে বৈঠক নরেন্দ্র সিং তোমরের
প্রসঙ্গত, এদিনই ফের বৈঠকে বসলেন কৃষক নেতা এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এদিন হরিয়ানার কৃষক নেতারা এই বৈঠকে আসেন। এই বৈঠক এমন এক সময়তে হল, যখন কৃষকরা ঘোষণা করে জানিয়ে দেন ১৪ ডিসেম্বর অনশন ধর্মঘট করবে। উল্লেখ্য, এর আগেও ভারত বনধের আগের দিনও হরিয়ানার কৃষক নেতাদের সঙ্গে বৈঠক হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীর।

কৃষি আন্দোলন নিয়ে রাজনৈতিক তরজা
চলতি বছরে সেপ্টেম্বরে নয়া কৃষি আইন পাশ হলে সারা দেশে, বিশেষ করে পঞ্জাব ও হরিয়ানায় কৃষকেরা বিক্ষোভে ফেটে পড়েন৷ হাজার হাজার কৃষক দত কয়েক সপ্তাহ ধরে এই আইনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন৷ প্রায় ১৬টির মতো রাজনৈতিক দলও কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে৷