এগিয়ে পন্টিং, পিছিয়ে সচিন, বর্ডার-গাভাসকর ট্রফিতে তবু দাপট ভারতের!
১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফিতে এ প্রজন্মের সেরা ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে রয়েছে বিশ্বের ক্রিকেট প্রেমীরা। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে গত টেস্ট সিরিজ হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এবার সেই হারের বদলা নিতে মরিয়া স্টিভ স্মিথের দল। তার আগে দেখে নেওয়া যাক বর্ডার-গাভাসকর ট্রফিতে সবচেয়ে বেশি রান এবং গড় কোন কোন ক্রিকেটারের ঝুলিতে রয়েছে।

শীর্ষ রিকি পন্টিং
বর্ডার-গাভাসকর ট্রফিতে ২৬টি টেস্ট ইনিংস খেলে ১৮৯৩ রান করেছেন রিকি পন্টিং। জমজমাট সিরিজে সাতটি শতরান এসেছে প্রাক্তন অজি অধিনায়কের ব্যাট থেকে। বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার শীর্ষ স্থানে রয়েছেন তিনিই।

দ্বিতীয় সচিন তেন্ডুলকর
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সচিন তেন্ডুলকর ভারতীয় দলের জার্সিতে ২৯টি টেস্ট ইনিংস খেলে ১৪৪১ রান করেছেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে চারটি শতরান রয়েছে মাস্টার ব্লাস্টারের।

তৃতীয় বিরাট কোহলি
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি বর্ডার-গাভাসকর ট্রফিতে ২৩টি টেস্ট ইনিংস খেলে ১২৭৪ রান করেছেন। সিরিজে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভিকে। বর্ডার-গাভাসকর ট্রফিতে বিরাটের শতরান সংখ্যা ৬।

চতুর্থ ভিভিএস লক্ষ্মণ
চতুর্থ স্থানে থাকা কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ বর্ডার গাভাসকর ট্রফিতে ২৯টি ইনিংস খেলে ১২৩৬ রান করেছেন। ৪টি শতরান রয়েছে ভেরি ভেরি স্পেশালের।

পঞ্চম রাহুল দ্রাবিড়
বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩০টি টেস্ট ইনিংস খেলে ১১৪৩ রান করা রাহুল দ্রাবিড় তালিকার পঞ্চম স্থানে রয়েছেন। দুটি অর্ধশতরান রয়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের ঝুলিতে।

রানের গড়ে এগিয়ে কে
বর্ডার-গাভাসকর ট্রফিতে রানের গড়ে ভারতকে টেক্কা দিয়েছে অস্ট্রেলিয়া। তালিকার শীর্ষ স্থানে থাকা স্টিভ স্মিথের রানের গড় ১২৮.১৬। ৮৯.০৪-এর গড়ে রান করা রিকি পন্টিং রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা মাইকেল ক্লার্কের বর্ডার-গাভাসকর ট্রফিতে রানের গড় ৭৬.৯২।
অ্যাডিলেডে মিথ ভেঙেছিলেন সৌরভ, পর্যুদস্ত ধোনির পর সম্মান রাখেন কোহলি!