আইএসএল ২০২০-২১ : এটিকে মোহনবাগান-হায়দরাবাদ ম্যাচের পর পয়েন্ট তালিকা কেমন দাঁড়াল
মিস পাসের প্রদর্শনী, মনবীর সিংয়ের ভুল এবং ক্লান্তিতে আটকে গেল এটিকে মোহনবাগান। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে আইএসএলে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে থেকেও ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হল সবুজ-মেরুন শিবিরকে। তবে টেনেটুনে ড্র করেও লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল আন্টোনিও লোপেজ হাবাসের দল।

গোয়ার মারগাঁওয়ের ফতোরোদা স্টেডিয়ামে প্রথম থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করে হায়দরাবাদ এফসি। বিদেশি স্ট্রাইকার আরিদেন সান্টানার পরিবর্তে নামা ২১ বছরের গোয়ানিজ লেস্টন কোলাসোক সামনে রেখে একের পর এক আক্রমণ তুলে এন সবুজ-মেরুনের রক্ষণভাগকে ছারখার করে দেয় নিজামের শহর। বেশ কয়েকবার প্রতি আক্রমণে উঠে হায়দরাবাদকে সমস্যায় ফেলে দেয় এটিকে মোহনবাগানও। একাধিকবার গোলের কাছে পৌঁছে গেলেও অভিজ্ঞ গোলরক্ষরক সুব্রত পালের কাছে হেরে যান রয় কৃষ্ণারা।
এক নজরে দেখে নেওয়া যাক পয়েন্ট তালিকা :
১) ৫ ম্যাচ খেলে ১২ পয়েন্টে অবস্থান করছে মুম্বই সিটি এফসি।
২) ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্টে অবস্থান করছে এটিকে মোহনবাগান।
৩) ৫ ম্যাচ খেলে ৯ পয়েন্টে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড।
৪) ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্টে অবস্থান করছে বেঙ্গালুরু এফসি।
৫) ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্টে অবস্থান করছে হায়দরাবাদ এফসি।
৬) ৫ ম্যাচ খেলে ৬ পয়েন্টে অবস্থান করছে জামশেদপুর এফসি।
৭) ৪ ম্যাচ খেলে ৫ পয়েন্টে অবস্থান করছে এফসি গোয়া।
৮) ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্টে অবস্থান করছে চেন্নাইইন এফসি।
৯) ৪ ম্যাচ খেলে ২ পয়েন্টে অবস্থান করছে কেরালা ব্লাস্টার্স।
১০) ৪ ম্যাচ খেলে ১ পয়েন্টে অবস্থান করছে ওড়িশা এফসি।
১১) ৪ ম্যাচ খেলে ১ পয়েন্টে অবস্থান করছে এসসি ইস্টবেঙ্গল।