শেষ মুহূর্তে স্কোরলাইন পাল্টে দিলেন ইগর আনগুলো, ওড়িশা-গোয়া ম্যাচের প্রথমার্ধের ফল কী জানুন
প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে স্কোরলাইন পাল্টে দিলেন ইগর আনগুলো। ওড়িশার মাঝমাঠের ভুলে রোমারিওর কাটব্যাক থেকে বল পেয়ে দ্বিতীয় পোস্টে বল রেখে এফসি গোয়াকে হাই টাইমে এগিয়ে দিলেন ইগর আনগুলো।
ফলে প্রথমার্ধের ইনজুরি টাইমে ৪৭ মিনিটে গোল করে মাঠ ছাড়ল গোয়া। এই নিয়ে পাঁচ ম্যাচে ৬টি গোল করে আইএসএল ২০২০তে এবছরের সবচেয়ে বেশি গোলস্কোরার হয়ে গেলেন। ইগর আনগুলোর ক্লিনিকাল ফিনিশে ওড়িশার বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ লিড গোয়ার। দ্বিতীয়ার্ধে ওড়িশা সমতায় ফিরতে পারে, নাকি গোয়া ব্যবধান বাড়ায় সেটাই এখন দেখার।

প্রথম হাফে দাপট রেখে খেলেছে গোয়া। ওড়িশার বিরুদ্ধে বল পজিশনে অনেকটাই এগিয়ে তারা। ম্যাচের প্রথমার্ধে গোয়া ৬৭ শতাংশ ও ওড়িশা ৩৩ শতাংশ বল পজিশন ধরে রেখে খেলেছে। অন্যদিকে গোয়া ৩৬৪টি পাস খেলেছে, যেখানে ওড়িশা ১৩৮টি পাস খেলে।
লিগে এবছর ওড়িশার বিরুদ্ধে মাঠে নামার আগে এখনও পর্যন্ত গোয়া অপরাজেয় রয়েছে। বেঙ্গালুরু বিরুদ্ধে ড্র দিয়ে অভিযান শুরু করলেও পরে গোয়া মুম্বইয়ের কাছে ম্যাচ হেরে বসে। এরপর নর্থ ইস্টের বিরুদ্ধে ড্র এবং কেরালার বিরুদ্ধে দল জয় পায়। গোয়া এদিন সেই জয়ের ধারা ধরে রাখতে পারে কিনা, সেটাই এখন দেখার।