মমতাকে সরাসরি টার্গেটে রেখে শুভেন্দু-রাজীবের জোড়া ফ্লেক্সে ছয়লাপ উত্তরের জেলা! দিদির সফরের আগে উত্তাপ তুঙ্গে
আগে ছিল 'দাদার অনুগামী' পোস্টার, এখন 'দাদার ভক্ত' পোস্টার গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে বিভিন্ন জায়গায় পোস্টার, ফ্লেক্স ঘিরে ২০২১ বাংলার রাজনীতিতে বড়সড় তোলপাড় শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দুই শক্তিশালী সৈনিকের এহেন পোস্টার রাজনীতির আঁচ এবার দক্ষিণ থেকে উত্তরে ছড়াতে শুরু করেছে। যে উত্তরবঙ্গে আগামী সপ্তাহে মমতা সফরে যাচ্ছেন।

'লড়াইয়ের মাঠে দেখা হবে'
ওয়াকিবহাল মহলের দাবি, শুভেন্দু অধিকারীর পোস্টারের ভাষা কার্যত সম্মুখ সমরের দাবি রাখছে। তাঁর পোস্টার গুলিতে সাফ লেখা থাকছে, 'লড়াইয়ের মাঠে দেখা হবে ' , 'তোমার ভাবনায় বাংলা', 'তোমার অপেক্ষায় বাংলা'। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে জলপাইগুড়ি জুড়ে এহেন পোস্টার রীতিমতো প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।

'অনুগামীর' পর 'ভক্তেরা'!
শুভেন্দু অধিকারীর নামে যে পোস্টার পড়ত,তাতে 'দাদার অনুগামী' লেখা থাকত, এবার রাজীবের নামে যে পোস্টার পড়তে শুরু করেছে তাতে 'দাদার ভক্ত' লেখা থাকছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সফরের বহু সপ্তাহ আগে থেকে উত্তরবঙ্গ জুড়ে শুভেন্দুর নামে পোস্টার পড়লেও, মমতার সফরের ঠিক আগে রাজীবের পোস্টার পড়ায় একাধিক জল্পনা উঠতে শুরু করেছে।

ফ্লেক্স লাগাচ্ছে কারা?
স্বভাবতই বাংলার দুই তাবড় নেতার নামে কারা ফ্লেক্স লাগাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বিষয়টি নিয়ে আপাতত তৃণমূলের তরফে কিছু বলতে চাওয়া হয়নি। তবে দক্ষিণবঙ্গে শুভেন্দু অনুগামীদের নিয়ে ২৪ পরগনায় একাধিক অভিযোগ রয়েছে তৃমমূলের। তাদের দাবি, বিজেপির থেকে টাকা নিয়ে সিপিএম এমন কাজ করছে।

শুভেন্দুর নামে ফ্লেক্স তৈরি, কাঠের মিস্ত্রিকে প্রশ্ন
জানা গিয়েছে উত্তর ২৪ পরগনায় এক কাঠের মিস্ত্রিকে শুভেন্দুর নামে কাঠের ফ্রেম তৈরি করতে দেখা যায় ফ্লেক্সের জন্য। তা দেখতে পেয়েই চেপে ধরেন তৃণমূল কর্মীরা। তারপর উঠে আসে জনৈক পার্থ সাহার নাম। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

মমতার সফরের আগে স্পষ্ট হচ্ছে শিবির!
মূলত সামনের সপ্তাহে ১৫ ডিসেম্বর জপাইগুড়িতে , যাচ্ছেন মমতা। সেখানে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জেলার কর্মীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি। আর তার আগে নিজেদের আনুগত্য স্পষ্ট করতে ব্যস্ত রাজীব ও শুভেন্দু পন্থীরা। যা ঘিরে তোলপাড় চরমে।