শীর্ষ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাইডেন-কমলা জুটি! পার্সন অফ দ্য ইয়ারের শিরোপাও ডেমোক্র্যাট শিবিরে
ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০জন জন মহিলা তালিকায় স্থান করে নিয়েছেন আমেরিকার প্রথম মহিলা উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস। সদ্য প্রকাশিত ফোর্বস তালিকার হাত ধরেই এই নতুন শিরোপা এসেছে কমলার ঝুলিতে। এবার টাইম ম্যাগাজিনের তরফে প্রকাশিত বিশ্বের শীর্ষ প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও নাম উঠল কমলা হ্যারিসের। সঙ্গে জায়গা পেলেন নব নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনও।

বৃহঃষ্পতিবারই এবারের টাইম ম্যাগাজিনের তরফে এই নতুন তালিকা প্রকাশ করা হয়। যেখানে 'পার্সন অফ দ্যা ইয়ারের’ শিরোপা পেয়েছেন জো বাইডেন ও কমলা হ্যারিস। সূত্রের খবর, টাইম পার্সন অফ দ্যা ইয়ারের দৌড়ে ডেমোক্র্যাট শিবিরের বাইডেন-কমলা জুটিকে একই সাথে টক্কর দিচ্ছিলেন বিশ্বখ্যাত মার্কিন ব্যক্তিত্ব অ্যান্টনি ফৌসি, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তাদেরকে পিছনে ফেলেই অবশেষে এগিয়ে যান বাইডেন-কমলা জুটি।
এমনকী সদ্য প্রকাশি টাইম ম্যাগাজিনের নবতম সংষ্করণের প্রচ্ছদেও জায়গা করে নিয়েছেন ৭৮ বর্ষীয় বাইডেনও ৫৬ বছরের মার্কিন রাজনীতিবিদ কমলা হ্যারিস। 'চেঞ্জিং আমেরিকান স্টোরি’ শীর্ষক নামে প্রকাশিত হয়েছে এবারের সংষ্করণ। প্রসঙ্গত উল্লেখ্য, বিতর্ক বাড়িয়েও সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট শিবিরের কাছে ধরাশায়ী হন রিপাবলিকান ট্রাম্প। তাঁর খাতায় আসে আমেরিকার ২৩২ টি ইলেকটোরাল কোলাজের ভোট, সেখানে বাইডেনের ঝুলিতে আসে ৩০৬ টি ইলেক্টোরাল কোলাজ। আর তার রেশ ধরেই এবার টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ারের শিরোপা ছিনিয়ে নিলেন বাইডেন-কমলা জুটি।
অমিত শাহর আগে আগামীকালই রাজ্যে মোহন ভাগবত! হঠাৎ কেন বাংলায় আরএসএস প্রধান?