কলকাতা: বাংলায় করোনায় মোট মৃত্যু ৯ হাজার ছুঁইছুঁই৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫০ জনের৷ আক্রান্ত আরও ২,৭৫৩ জন৷ তার ফলে মোট আক্রান্তের সংখ্যাটা ৫ লক্ষ ১৬ হাজারের বেশি৷

শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫০ জনের৷ সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যাটা ৮ হাজার ৯৬৬ জন৷ প্রায় ৯ হাজার৷

গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২,৭৫৩ জন৷ বৃহস্পতিবার ছিল ২,৮০১ জন৷ তুলনামূলক কম৷ তুবও রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ১৬ হাজার ৫০৫ জন৷ তবে এদিন আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি৷

বিস্তারিত আসছে —

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।