জামশেদপুরের বিরুদ্ধে টেন ম্যান এসসি ইস্টবেঙ্গলের লড়াই দেখে মুগ্ধ কোচ ফাওলার!
চলতি ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে চারটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে এসসি ইস্টবেঙ্গলের। অথচ এখনও পর্যন্ত জয়ের মুখ দেখা তো দূর, একটিও গোল করতে পারেনি লাল-হলুদ শিবির। তা নিয়ে হতাশা যে নেই, তেমন কিন্তু নয়। সেই চাপের মধ্যেও শক্তিশালী জামশেদপুর এফসি-র বিরুদ্ধে দশ জনের এসসি ইস্টবেঙ্গল যেভাবে লড়াই করে ড্র করেছে, তাতে মুগ্ধ হয়েছেন কোচ রবি ফাওলার। এবার দল ঘুরে দাঁড়াবে বলেই তাঁর বিশ্বাস।

জামশেদপুরের বিরুদ্ধে লড়াকু ড্র
পর তিন ম্যাচ হেরে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল এসসি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবারও কার্যত মানসিক ভাবে পিছিয়ে থেকেই ম্যাচ শুরু করেছিল লাল-হলুদ। ইতিমধ্যে বড় বিপর্যয় নেমে আসে ম্যাচের ২৪ মিনিটে। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এসসি ইস্টবেঙ্গলের অভিজ্ঞ মিডফিল্ডার লিংডো-কে। এরপর দশ জনের লাল-হলুদ প্রায় সত্তর মিনিট শক্তিশালী জামশেদপুরর বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। পরিশেষে ম্যাচ গোলশূন্য ভাবে ড্র হয়।

ফাওলারর কুর্নিশ
প্রথমার্ধের ২৪ মিনিটে ১০ জনের হয়ে গিয়েও দলের খেলোয়াড়দের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধে লাল-হলুদ ফুটবলাররা যেভাবে রক্ষণ সামলেও মাঝেমাঝে কাউন্টার অ্যাটাকে উঠেছেন, তার প্রশংসা করেছেন ব্রিটিশ কোচ।

আর দুটি ম্যাচের অপেক্ষায় ফওলার
জামশেদপুর এফসি-র বিরুদ্ধে লড়াকু ড্র দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাসী করেছে বলে বিশ্বাস করেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। সামনের দুটি ম্যাচে ভালভাবে কাটলে সমর্থকরা অন্য লাল-হলুদকে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন লিভারপুল লেজেন্ড।

এসসি ইস্টবেঙ্গলের অবস্থান
জামশেদপুর এফসি-র বিরুদ্ধে অতি মূল্যবান এক পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে এসসি ইস্টবেঙ্গল। তা সত্ত্বেও লিগ তালিকার সর্বশেষ অর্থাৎ ১১তম স্থানে অবস্থান করছে রবি ফাওলারের দল। যদিও এখনও অনেকটা পথ চলা বাকি বলে জানিয়েছেন দলের ব্রিটিশ কোচ।
বুমরাহের উদ্দেশে উঠে দাঁড়িয়ে হাততালি, কী এমন করলেন ভারতীয় ফাস্ট বোলার!