প্রতীতি ঘোষ, বারাকপুর: বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যাকাণ্ডে অবশেষে সি আই ডির হাতে ধরা পড়ল মূল অভিযুক্ত নাসির আলী । বৃহস্পতিবার রাতে তাকে সি আই ডি তদন্তকারী দল গ্রেফতার করে। শুক্রবার দুপুরে ধৃতকে বারাকপুর মহকুমা আদালতে পেশ করলে আদালত অভিযুক্তের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
কুখ্যাত দুষ্কৃতী নাসির আলী বিজেপি নেতা ও আইনজীবী মণীশ শুক্লা হত্যা কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত ছিল । দীর্ঘদিন সে পলাতক ছিল । তাকে হন্যে হয়ে খুঁজছিল সি আই ডি তদন্তকারী দল।
জানা গিয়েছিল, সে বাংলাদেশে গা ঢাকা দিয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে ফিরেই নাসির আলী ধরা পড়ে গেল সি আই ডির হাতে। মণীশ শুক্লার খুনের ঘটনার পর সে দীর্ঘদিন বাংলাদেশে পালিয়ে গিয়েছিল।
তবে সম্প্রতি সে আবার দেশে ফিরে আসে। তার গতিবিধি নজরে রাখছিল সি আই ডি তদন্তকারী দলের অফিসাররা। এরপর সি আই ডি তদন্তকারী দলের অফিসাররা গোপন সূত্রে জানতে পারে সে বৃহস্পতিবার রাতে বারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় ঘাঁটি গেড়েছে।
সি আই ডি তদন্তকারী দল বৃহস্পতিবার গভীর রাতে সেখানে হানা দিয়ে গ্রেফতার করে মণীশ শুক্লা হত্যা কান্ডের অন্যতম মূল অভিযুক্ত নাসির আলীকে।
গত ৪ নভেম্বর রাতে টিটাগড় থানার সামনে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল টিটাগডের জনপ্রিয় বিজেপি নেতা বারাকপুরের সাংসদ ঘনিষ্ঠ মণীশ শুক্লাকে। সেই ঘটনা রাজ্য রাজনীতিতে হৈচৈ ফেলে দিয়েছিল । বিজেপি মণীশ শুক্লা হত্যার ঘটনায় সি বি আই তদন্তের দাবিতে অনড় রয়েছে।
তবে মণীশ শুক্লা হত্যার পরের দিনই রাজ্য সরকার এই খুনের ঘটনায় সি আই ডির হাতে তদন্তভার দেয়। সি আই ডি ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত মণীশ শুক্লা খুনের ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করেছে। নাসির আলীকে শুক্রবার সি আই ডি টিম ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে নিয়ে আসা হয় বারাকপুর মহকুমা আদালতে।
ধৃত নাসিরের বিরুদ্ধে ৩০২, ১২০ বি, ৩৪, ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে । সি আই ডির তদন্তকারী অফিসাররা এদিন অভিযুক্তকে নিয়ে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় বিচারকের কাছে । মামলার গুরুত্ব বুঝে বারাকপুর আদালত সি আই ডির সেই আবেদন মঞ্জুর করে ।
এই মামলার সরকারি আইনজীবী সুদীপ সরকার বলেন, “নাসির আলীকে অনেকদিন ধরেই সি আই ডি খুঁজছিল। মণীশ শুক্লা খুনের পর মাঝখানে সে বাংলাদেশে পালিয়ে গা ঢাকা দিয়েছিল। কিন্তু সম্প্রতি সে আবার দেশে ফিরে আসে। তারপরই বৃহস্পতিবার রাতে তাকে বারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে সি আই ডি দল তাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাকে বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে আদালত অভিযুক্ত নাসির আলীকে ১৪ দিনের সি আই ডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ।
তিনি আরও বলেন, “এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে জানার চেষ্টা করবে সি আই ডি তদন্তকারী দল। এখনও পর্যন্ত মণীশ শুক্লা হত্যায় মোট ১০ জন গ্রেফতার হয়েছে ।”