নাড্ডা কাণ্ডের উত্তাপ বাড়ছে বাংলায়, মুকুল রায়কে ফোন অমিত শাহের
বিজেপির সর্বভারতীয় সভাপতির উপর হামলার ঘটনা নিয়ে সরাসরি সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়কে ফোন অমিত শাহের। কড়া মোকাবিলা করতে হবে তৃণমূল কংগ্রেসের। পরিস্থিতির দিকে তিনি নজর রেখেছেন বলে অমিত শাহ জানিয়েছেন মুকুল রায়। গতকালের ঘটনায় কৈলাশ বিজয়বর্গীয়র হাতের লিগামেন্টে আঘাত লেগেছে। এই নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুকুল রায়। তিনি সরাসরি আক্রমণ শানিয়ে বলেছেন রাজ্যে আইনের কোনও শাসন নেই। গতকাল মুকুল রায়ের গাড়িতেও হামলা চালানো হয়েছিল।

মুকুল রায়কে ফোন অমিতের
রাজ্য সফরে এসে আক্রান্ত হয়েছেন বিজেিপর সর্বভারতীয় সভাপতি েজপি নাড্ডা। এই নিয়ে সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়কে শুক্রবার সকালে ফোন করেছিলেন অমিত শাহ। তাঁর কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন তিনি। এবং মুকুল রায়কে কড়া মোকাবিলার জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন অমিত শাহ। এই নিেয় মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মুখ্যসচিব ও ডিজিকে তলব
গতকালই নাড্ডার উপর হামলার কড়া নিন্দা করেছেন অমিত শাহ। তারপরেই রাজ্য পালের কােছ রিপোর্ট চেয়ে পাঠান তিনি। শুক্রবার সকালে তাঁেক রিপোর্ট পাঠান রাজ্যপাল। তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিব ও ডিজিকে তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ১৪ ডিসেম্বরের মধ্যে তাঁদের দেখা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

রাজ্যপালের আক্রমণ
জেপি নাড্ডার উপর হামলার ঘটনা নিয়ে প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আগেই রাজ্য সরকারকে সতর্ক করেছিলেন । কিন্তু মমতা সরকার তাতে আমোল দেননি। তারপরেই তিনি মুখ্যসচিব ও ডিজিেক ডেকে এই নিয়ে সতর্ক করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই নিয়ে সতর্ক করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

রাজ্যে আসছেন অমিত শাহ
ফের রাজ্যে আসছেন অমিত শাহ। আগামী ১৯ ও ২০ ডিসেম্বর রাজ্যে আসবেন তিনি। রাজ্যে আসার পর তিনটি দলীয় কর্মসূিচতে যোগ দেবেন তিনি। নাড্ডার উপর হামলার পর বিজেপি আক্রমণের ঝাঁঝ আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। একুশের ভোটের আগে আরও আগ্রাসী হয়ে উঠচে চলেছে বঙ্গ বিজেপির প্রচার। এই নিয়ে এখন থেকেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে দিল্লিেত।
কৃষক আন্দোলনে জেরবার গেরুয়া শিবির, জোট সঙ্গীর হুমকিতে টলমল বিজেপি সরকার