২০২০ এর শেষে এবার বিরল ম্যালেরিয়ার প্রকোপ! কেরলে ফের আতঙ্ক শুরু
প্রথমে নিপা ভাইরাসের প্রবল দাপট, তারপরই ভারতে কেরলে প্রবেশ করে করোনা ভাইরাস। এবার সেই কেরল যখন নতুন করে করোনার দাপটে জর্জরিত, তখন সমস্যা আরও বাড়তে শুরু করেছে। এবার কেরলে মিলল বিরল ম্যালেরিয়ার চিহ্ন।

ম্যালেরিয়া ও কেরল
জানা গিয়েছে 'প্লাজমোডিয়াম ওভাল' নামের এক ম্যালেরিয়া কেরলে প্রবেশ করেছে।জানা গিয়েছে, ম্যালেরিয়ার বিরল জিন রীতিমতো আতঙ্কে রেখেছে কেরলকে।

কীভাবে ছড়াল?
সুদান থেকে আসা এক সেনা জওয়ানের দেহে এই জিন মিলেছে বলে খবর। কেরলের কুন্নুর জেলায় এই বিরল রোগের সন্ধানও মিলেছে। জানা গিয়েছে ওই জওয়ানের থেকেই ছড়িয়েছে কেরলে এই বিরল রোগ।

ম্যালেরিয়া সম্পর্কে বিস্তারিত
এউ ম্যালেরিয়ার নেপথ্যে যে প্রটোজোয়া রয়েছে তা ৫ রকমের ভিন্নতায় পাওয়া যায়। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিমাস ফ্যাসলিপারম,প্লাজমোডিয়াম ম্য়ালেরিয়া, প্লাজমোডিয়াম নোলেসি, প্লাজমোডিয়াম ওভাল এই ধরনের প্রটোজোয়ার সন্ধান মেলে।

আতঙ্ক বাড়ছে
মূলত, প্লাজমোডিয়াম ওভাল আফ্রিকাতে পাওয়া যায়। তবে কেরলের এই ঘটনার জেরে প্রশ্ন উঠতে শুরু করেছে যে , তাহলে কি ২০২০ সালের শেষে দেখতে হবে আরও এক ভয়াবহ রোগ? যার উত্তরে কেরলের স্বাস্থ্যমন্ত্রী শৈলজা জানিয়েছেন, সঠিক চিকিৎসায় সেরে যেতে পারে এই রোগ।
বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনে পুলিসের জালে অন্যতম মূল চক্রী, কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার