মস্কো: করোনার হাত থেকে বাঁচতে গেলে সুরা প্রেমীদের কঠিন পরীক্ষা দিতে হবে। কারণ করোনার প্রতিষেধক ভ্যাকসিন নিলে তারপর বেশ কিছুদিন মদ্যপান চলবে না। স্পুটনিক ভি টিকা যাতে ঠিকমতো কাজ করতে পারে তার জন্য ওই টিকা নেওয়ার সময় দুমাস মদের গেলাসে চুমুক দেওয়া যাবে না।

এমন কথা শোনার পর বহু মানুষের মাথায় হাত। কারণ যেখানে সামনে বড়দিন নববর্ষের উৎসব। আর উৎসবের মরসুমে যদি সুরা পান নাই করা যায় তাহলে আর উৎসব কোথায়? সুরা পান নিয়ন্ত্রণের কথা শুনে এমনটাই মনে করছেন অনেকে। বড়দিনে ভদকায় চুমুক দেওয়ার আগে চিয়ার্স বলার সুযোগ তবে কি থাকবে না?

রাশিয়ার উপভোক্তা স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার প্রধান আনা পোপোভা জানিয়েছেন, দুই ডোজের এই টিকা নেওয়ার দু সপ্তাহ আগে থেকে মদ্যপান বন্ধ রাখতে হরে তা নেওয়ার পর থেকে ৪২ দিন মদ্যপান করা যাবে না। অর্থাৎ সবমিলিয়ে প্রায় দুমাস মদ্যপান করা চলবে না। কারণ তিনি জানিয়েছেন, এই টিকা করনের সময় আলকোহল পেটে পড়লে ভ্যাকসিনের এই রোগ প্রতিরোধ করায় বাধা সৃষ্টি হবে।

এদিকে এমন সর্তকতা জারি করায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিশেষত সামনেই বড়দিন থাকায় ‌। কারণ এই অতি মহামারী এবং তা রুখতে লকডাউন জারি হওয়ায় স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে।

ঘরে বসে গৃহবন্দী থাকতে থাকতে এক চরম একঘেয়েমির মধ্যে কাটাতে হচ্ছিল। ফলে অনেকেই আশা করেছিল বড়দিনের উৎসবে সেটা কাটবে। কিন্তু দেখা যাচ্ছে তাতেও সে গুড়ে বালি।

তবে এ ক্ষেত্রে কিছুটা আশার আলো দিয়েছেন ভ্যাকসিন ডেভেলপার জিনটবার্গ । তিনি কিছুটা নমনীয় হয়ে জানিয়েছেন, এক গ্লাস শ্যাম্পানে তেমন ক্ষতি হবে না। কিন্তু অ্যালকোহলের মাত্রা বাড়লে নিশ্চিতভাবে এই ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।