‘বেসুরো’ রাজীব সরছেন না ‘বিদ্রোহে’র পথ থেকে, একুশের আগে দিলেন তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা
শুভেন্দু অধিকারীর পর তৃণমূলের মন্ত্রিসভার আরও এক সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরো বাজতে শুরু করেছেন। উত্তর ২৪ পরগনার কামারহাটিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, যা বলেছি ভেবেচিন্তেই বলেছি। যত মত তত পথ। সব পথই খোলা আছে। মনের কথা বলেছি অরাজনৈতিক মঞ্চ থেকে, রাজনৈতিকভাবে বলিনি।

মনের কথা বলার মতো মঞ্চ পেয়েছি, বলেছি
রাজীব বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণদের এক সম্মেলনে যোগ দিয়েছিলেন কামারহাটিতে। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীব বলেন, যা বলেছি তা মিথ্যা নয়, ভেবেচিন্তেই বলেছি। তা অস্বীকারই বা করব কেন। মনের কথা বলার মতো মঞ্চ পেয়েছি, বলেছি মনের কথা। তবে এখনও আমি তৃণমূলের সদস্য, বিধায়ক এবং মন্ত্রিসভার সদস্য।

‘এখনও আমি তৃণমূলের সদস্য’, মন্তব্যে জল্পনা
রাজীবের এই মন্তব্যে আবার অন্য গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল। তবে রাজীবও কি তৃণমূল ছাড়ার কথা ভাবছেন শুভেন্দু অধিকারীর মতো! বিশেষ করে ‘এখনও আমি তৃণমূলের সদস্য'- রাজীবের এই মন্তব্যে জল্পনা চড়েছে একুশের বিধানসভা নির্বাচনের আগে। শুভেন্দু-র সঙ্গে রাজীবকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে তৃণমূলে।

রাজীব বন্দ্যোপাধ্যায়ও বেসুরো বাজছেন তৃণমূলে
২০২১-এর নির্বাচনের আগে শুভেন্দুকে নিয়ে তৃণমূল খব রীতিমতো বিব্রত তখন তরুণ-তুর্কি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও বেসুরো বাজতে শুরু করে দিলেন। রাজীব অরাজনৈতিক মঞ্চ পেয়েই গর্জে উঠলেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, রাজনীতির মঞ্চকে অনেকে ব্যক্তিগত ভাবে ব্যবহার করছে। মানুষকে বোকা বানাচ্ছে যাঁরা, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছে।

স্তাবকতার প্রশ্নে তৃণমূলে বিতর্ক তৈরি রাজীবের
রাজীব বন্দ্যোপাধ্যায় স্তাবকতার প্রশ্নে তৃণমূলে বিতর্ক তৈরি করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও প্রশ্নের মুখে ঠেলে দেন। রাজীব বলেন, হ্যাঁ-কে হ্যাঁ, আর নাকে না বলে মেলাতে পারলে তাঁরাই নম্বর পায়। যোগ্যতা-দক্ষতা-স্বচ্ছতাকে কোনও মূল্য দেওয়া হয় না। যখনই ভালো কাজ করেছি, তখনই পিছনের সারিতে ঠেলে দেওয়া হয়েছে। এ যে কী যন্ত্রণা, তা বলে বোঝাতে পারব না।

জেপি নড্ডার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি বিজেপির