মুম্বই: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউডের কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডিসুজা। শুক্রবার দুপুরে আচমকাই তার হার্ট অ্যাটাক হয় বলে জানা যাচ্ছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে। তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যাচ্ছে, রেমোর অবস্থা বেশ সংকটজনক। তিনি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। রেমোর পরিচালক-কোরিওগ্রাফার বন্ধু আহমেদ খান, পরিচালকের অসুস্থতার কথা জানিয়েছেন। জানা যাচ্ছে তাঁর এনজিওপ্লাস্টি হয়েছে।

রেমোর হার্টে ব্লকেজ রয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী। চিকিৎসকেরা অ্যাঞ্জিওপপ্লাস্টি করেছেন। আপাতত তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে রেমোকে। তারপর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাঁরা।

বলিউডের কোরিওগ্রাফার হিসেবে অত্যন্ত জনপ্রিয় রেমো ডিসুজা। কেরিয়ারের শুরু করেছিলেন ব্যকগ্রাউন্ড ডান্সার হিসেবে। এরপরে কোরিওগ্রাফার হিসেবেই নিজের জায়গা করে নেন। এছাড়াও নৃত্য কেন্দ্রিক বেশ কিছু ছবির পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে আছে এবিসিডি, স্ট্রিট ডান্সার ইত্যাদি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বলিউডের বহু তারকা পোস্ট করেছেন।

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।