স্টাফ রিপোর্টার, বাঁকুড়া : এবার ‘দাদার অনুগামী’দের পোষ্টার পড়লো বাঁকুড়ার অন্যতম প্রাচীণ পুর শহর সোনামুখীতে।
বৃহস্পতিবার সকাল থেকে শহরের রথতলা চেল মোড়ের বিভিন্ন অংশে প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সহ ‘আমরা দাদার অনুগামী’ লেখা পোষ্টার ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও আরও অন্যান্য জায়গার মতো সোনামুখীতেও রাতের অন্ধকারে কে বা কারা এই পোষ্টার লাগালো বিষয়টি স্পষ্ট নয় কারও কাছেই।
‘ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি’ অভিযোগ করে সোনামুখী ব্লক তৃণমূল সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় বলেন, পোষ্টার লাগানোর বিষয়টি শুনেছি। তবে আমাদের দলের কেউ এই কাজে যুক্ত নয়। এই ধরণের পোষ্টার দিয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
বিজেপির সোনামুখী নগর মণ্ডল সভানেত্রী সম্পা গোস্বামী বলেন, পোষ্টারের বিষয়টি তার জানা নেই। একই সঙ্গে ‘বড় মাপের নেতা’ শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি কোনও কথাই বলতে চান না বলে জানান।