শিলং: নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন দেশের আরও এক রাজ্যের মুখ্যমন্ত্রী। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা করোনা আক্রান্ত হয়েছেন। তবে মৃদু উপসর্গ থাকায় চিকিৎসকদের মরামর্শ মেনে হোম আইসোলেশনে রয়েছেন তিনি। নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন সাংমা। গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন প্রত্যেককে স্বাস্থ্য পরীক্ষা করানোর আবেদন করেছেন তিনি।

উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়ে সেভাবে কামড় বসাতে পারেনি করোনা। অন্য রাজ্যের তুলনায় এখানে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে। শুক্রবার পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ১১ হাজার ৮৮৩ জনই করোনামুক্ত হয়েছেন।

এরাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি ১২৩ জন। উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে করোনার সবচেয়ে বেশি প্রভাব অসমে। সেরাজ্যে শুক্রবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ১৫ হাজার ছুঁইছুঁই। করোনায় অসমে মৃতের সংখ্যা বেড়ে হাজারের দোরগোড়ায়।

এর আগেও দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীও করোনায় কাবু হয়েছেন। এবার সেই তালিকায় নবতম সংযোজন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। শুক্রবার নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর টুইটে জানিয়েছেন সাংমা।

গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন প্রত্যেককে স্বাস্থ্য পরীক্ষা করানোর আবেদন করেছেন তিনি। গোটা দেশেই করোনা পরিস্থিতি খানিকটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে। কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টার দেশে মোট সংক্রমণ ৩০ হাজারের নীচে নেমেছে।

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।