• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বুমরাহের উদ্দেশে উঠে দাঁড়িয়ে হাততালি, কী এমন করলেন ভারতীয় ফাস্ট বোলার!

১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। দিন-রাতের ফর্ম্যাটে গোলাপী বলে অনুষ্ঠিত হবে সেই টেস্ট। তার প্রস্তুতি হিসেবে শুক্রবার থেকে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলতে নেমেছে বিরাট কোহলিহীন টিম ইন্ডিয়া। ম্যাচে তাবড় ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও অপ্রত্যাশিত ভাবেই ব্যাট হাতে তাক লাগালেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। এমন এক কাণ্ড ঘটালেন যে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁকে সম্মান দিতে ভুললেন না সতীর্থরা।

বুমরাহের উদ্দেশে উঠে দাঁড়িয়ে হাততালি, কী এমন করলেন ভারতীয় ফাস্ট বোলার!

শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়া অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে দিন-রাতের প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে ভারতীয় ক্রিকেট দল। অজি বোলারদের দাপটে ১৯৪ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। পৃথ্বী শ (৪০) এবং শুভমান গিল (৪৩) ছাড়া ভারতের আর কোনও টপ অর্ডার ব্যাটসম্যান সেভাবে সফল হননি। এই দুর্দিনে ব্যাট হাতে কার্যত একা লড়াই করেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। ৫৭ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন বুম বুম। ৬টি চার ও ২টি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। এই সাহসী ইনিংসের পর ড্রেসিংরুমে ফেরার পথে বুমরাহকে গার্ড অফ অর্নার দেন তাঁর টিম ইন্ডিয়ার সতীর্থরা। নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বুমরাহের উদ্দেশে উঠে দাঁড়িয়ে হাততালি, কী এমন করলেন ভারতীয় ফাস্ট বোলার!

এর আগে পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে জসপ্রীত বুমরাহের সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ১৪। ২০১৪ সালে অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধেই এই রান এসেছিল তাঁর ব্যাট থেকে। শুক্রবারের ম্যাচে ৫৫ রান করে নিজের সেই রেকর্ড ভেঙে দিলেন জসপ্রীত। ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন সিন অ্যাবট ও জ্যাক ওয়াইল্ডারমাথ। একটি করে উইকেট নেন হ্যারি কনওয়ে, উইল সাদার্ল্যান্ড, ক্যামেরন গ্রিন ও মিচল সোয়েপসন।

English summary
Jasprit Bumrah scores his maiden first class half century in test cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X