• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দৈনিক সংক্রমণে পতন, দেশোর মোট করোনা ভাইরাসে আক্রান্ত ৯৮ লক্ষের দোরগোড়ায়

দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ কিছুটা হলেও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯,৩৯৮ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৭,৯৬,৭৪৯ জন। উদ্বেগ বাড়িয়েছে দৈনিক মৃতের সংখ্যাও গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৪১৪ জন। দেশে মোট করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১,৪২,১৮৬ জন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমেছে। ৩,৬৩,৭৪৯ জন অ্যাক্টিভ রোগী রয়েছেন দেশে।

 বাড়ল দৈনিক মৃত্যু, দৈনিক সংক্রমণে পতন

গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩৭,৫২৮ জন। মোট করোনা মুক্ত রোগীর সংখ্যা ৯২,৯০,৮৩৪ জন। শীত পড়তে করোনার দাপট বাড়বে বলে যেমন আশঙ্কা করা হয়েছিল। সেই আতঙ্ক অনেকটাই কমেছে। সেভাবে এখনও করোনা সংক্রমণ শুরু হয়নি। রাজধানী দিল্লির করোনা ভাইরাসের সংক্রমণও অনেকটাই কমেছে। শীত পড়ার আগেই দিল্লিতে করোনার থার্ড ওয়েভ শুরু হয়েছিল।

এদিকে আর কয়েকদিনের মধ্যেই ভারতের হাতে করোনা ভ্যাকসিন চলে আসবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গতকালই হায়দরাবাদের কোভিড সেন্টার পরিদর্শন করেথছেন ৬৮ টি দেশের প্রতিনিধি। ভারতের করোনা ভ্যাকসিন তৈরির পরিকাঠামো খতিয়ে দেখেন তাঁরা। এদিকে ফাইজার ও সিরাম ইনস্টিটিউট করোনা ভ্যাকসিনের ছাড়পত্র চেয়েছে কেন্দ্রের কাছ থেকে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই করোনা ভ্যাকসিন বণ্টনের জন্য নতুন অ্যাপ তৈরি করেছে। তাতে বণ্টনের স্বচ্ছতা বদায় থাকবে বলে দাবি করেছে মোদী সরকার। এমনকী কতজন ভ্যাকসিন পেলেন তার হিসেবও থাকবে সেখানে। করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশনও এখানে করা যাবে বলে জানানো হয়েছে।

English summary
Coronavirus update of India on 11th December
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X