সিডনি: অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্টে মাঠে নামার আগে অজিদের বিরুদ্ধে প্রস্তুতিটা মন্দ হল না ভারতীয় দলের৷ সিডনিতে অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে তিনদিনের ডে-নাইট ম্যাচে প্রথম দিনের শেষে ৮৬ রানের লিড নিল অজিঙ্ক রাহানের দল৷
ম্যাচে দাপট দেখালেন দুই দলের পেসাররা৷ এসসিজি-তে টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারত৷ কিন্তু বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারাকে বিশ্রাম দেওয়া ভারতীয় দল দু’শো রানের গণ্ডি টপকাতে পারেনি৷ অজি পেসারদের সামনে ১৯৪ রানে শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস৷ শন অ্যাবট ও জ্যাক উইলডারমুথ দুরন্ত বোলিং করেন৷ দু’জনেই তিনটি উইকেট তুলে নেন৷ ৮ ওভারে মাত্র ১৩ রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন ২৭ বছরের জ্যাক৷ তবে ভারতীয় ব্যাটিংয়ের সময় মুখ বল লেগে কনকাশন হন অজি পেসার ক্যামেরন গ্রিন৷
প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতের দুই ওপেনার পৃথ্বী শ ও শুভমন গিল রান পাননি৷ এদিন দু’জনেই রান করেন৷ যদিও এদিন অবশ্য পৃথ্বীর সঙ্গে ভারতীয় ইনিংসের সূচনা করেন ময়াঙ্ক আগরওয়াল৷ ময়াঙ্ক রান না-পেলেও ২৯ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন পৃথ্বী৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে রান পেয়েছেন শুভমন৷ ৫৮ বলে ৪৩ রান করেন গিল৷ তবে রান পাননি প্রথম ম্যাচে সেঞ্চুরি করা রাহানে (৪) এবং হাফ-সেঞ্চুরি করা ঋদ্ধিমান সাহা (০)৷ যদিও প্রথম টেস্টের আগে সুযোগ পাওয়া উইকেটকিপার ব্যাটসম্যান পন্ত মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন৷
তবে ভারতীয় ইনিংসের সর্বোচ্চ স্কোর করেন বুমরাহ৷ প্রথমশ্রেণির ক্রিকেটে এটাই প্রথম হাফ-সেঞ্চুরি ভারতীয় এই পেসারের৷ আক্রমণাত্মক ব্যাটিং করে শেষ পর্যন্ত ৫৭ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন বুমরাহ৷ এছাড়াও ২২ রান করেন মহম্মদ সিরাজ৷ শেষ উইকেটে বুমরাহ ও সিরাজ ৭১ রান যোগ করেন৷
রান তাড়া করতে নেমে ভারতীয় পেস আক্রমণের সামনে অসহায় আত্মসপর্ণ করেন অজি ব্যাটসম্যান৷ মাত্র ৩২.২ ওভারে ১০৮ রানে শেষ হয়ে যায় অজি ইনিংস৷ অস্ট্রেলিয়া-এ দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন অ্যালেক্স ক্যারি৷ মাত্র চার ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছন৷ মাত্র ৫৬ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে একশো রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন ক্যাপ্টেন ক্যারি৷
কোনও স্পিনারকে আক্রমণে আনতে হয়নি রাহানেকে৷ চার পেসারই উইকেটে পেয়েছে৷ তবে সফলতম বোলার হলেন নভদীপ সাইনি৷ মাত্র ১৯ রানে তিনটি উইকেট নেন তিনি৷ আর দুরন্ত বোলিং করেন মহম্মদ শামিও৷ ২৯ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন তিনি৷ এছাড়া বুমরাহ দু’টি এবং সিরাজ একটি উইকেট নিয়েছেন৷