নাড্ডার কনভয়ে হামলার জের, দিল্লিতে অভিষেকের বাড়ির দেওয়াল কালি, বঙ্গভবনেও হামলার অভিযোগ
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার রেশ গিয়ে পৌঁছল দিল্লিেত। ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাড়িতে বৃহস্পতিবার রাতেই চড়াও হন এক দল যুবক। তারা মুর্দাবাস স্লোগান দিেত দিতে অভিষেকের বাড়ির দেওয়ালে কালো কালি লেপে দেয় বলে অভিযোগ। বিজেপি কর্মী সমর্থকরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।

অভিষেকের দিল্লির বাড়িতে কালি
ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলার ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাড়িতে কালি দিল বিজেপি কর্মী সমর্থকরা। গতকাল রাত ৯টা নাগাদ বঙ্গভবনের সামনেও মুর্দাবাদ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। আতঙ্কে বঙ্গভবনের নিরাপত্তারক্ষীরা গেট বন্ধ করে দেন। বিেজপির কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ।

নিন্দায় সৌগত
দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়ালে কালি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি এই ঘটনার পিছনে কেন্দ্রের শাসক দলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতেও বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। গতকাল থেকেই নাড্ডার উপর হামলার ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের অভিযোগ পরিকল্পিত ভাবে বিজেপি এই ঘটনা ঘটিয়েছে।

পাল্টা আক্রমণ লকেটের
সৌগত রায়েক মন্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেছেন ধর্মের কল বাতাসে নড়ে। তৃণমূল কংগ্রেস সারাদেশের গায়ে কালি লাগিয়েছে এখন নিজেদের ঘরে কালি লাগছে বলে আক্রমণ শানিয়েছে লকেট। গতকাল নাড্ডার উপর হামলার ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করেন লকেট চট্টোপাধ্যায়রা।

অভিষেকের পাল্টা আক্রমণ
অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানিয়ে বলেছেন, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশেই ডায়মন্ড হারবারে আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর উপর যে হামলার দায় তৃণমূলের নয়। বিজেপিই পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।