নয়াদিল্লি: শুক্রবার উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মিরজিওয়েভের সঙ্গে ভার্চুয়াল সামিটে আলোচনা সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার পর থেকে দুই দেশের মধ্যে এটাই ছিল প্রথম ভার্চুয়াল সম্মেলন। এই সামিটে মোদী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উভয় দেশই একত্রে রয়েছে। তিনি জানান, উগ্রবাদ, চরম মৌলবাদ ও বিচ্ছিন্নতাবাদ নিয়ে দুই দেশের চিন্তা প্রায় একই রকম।
উল্লেখ্য, ভারত-উজবেকিস্তানের মধ্যে এই সামিটে সৌর শক্তি, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা ও সুরক্ষা, ডলার ক্রেডিট, সাইবার সুরক্ষা, সীমান্ত শুল্ক সহ মোট ৯ টি ক্ষেত্রে চুক্তিও স্বাক্ষরিত হয়।
অন্যদিকে চলতি মাসের ১৪ তারিখ উজবেকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে পাঁচ বছর পূর্ণ করেছেন শওকত মিরজিওয়েভ। সে প্রসঙ্গেও এদিন মোদী তাঁকে শুভেচ্ছা জানান। পাশাপাশি মোদী তুলে আনেন শওকত মিরজিওয়েভের ২০১৮ এবং ২০১৯ সালে দুবার ভারত সফরের প্রসঙ্গও। প্রধানমন্ত্রী জানান, রাষ্ট্রপতির ভারত সফরের পর থেকেই দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও গভীর হয়েছে।
এদিনের সামিটে মোদী আশা প্রকাশ করে বলেন, ভারত-উজবেকিস্তানের যৌথ প্রয়াস বিশ্বব্যাপী সন্ত্রাসদমনে সহায়তা করবে। একইসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদ দমনের কথাও বলেন নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, এদিন এই সামিটের ব্যাকড্রপ সিনে দৃশ্যমান ছিল দক্ষিণেশ্বর মন্দির। যাতে উজ্জীবিত বাংলার বিজেপি কর্মীরা। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রীকে টুইট করে ধন্যবাদও জানায় বঙ্গ বিজেপি।