• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মমতা সংঘাত জারি রাখলেন, সাফ জানালেন পাঠাবেন না মুখ্যসচিব-ডিজিপিকে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে দিল্লি যাচ্ছেন না মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি। শুক্রবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশ প্রধানকে নয়াদিল্লিতে পাঠাতে অস্বীকার করায় কেন্দ্রের সঙ্গে সংঘাত আরও বাড়ল। তিনি সাফ জানিয়েছেন ডায়মন্ড হারবারের ঘটনায় তদন্ত করছে রাজ্য।

মমতা সংঘাত জারি রাখলেন, কড়া জবাব কেন্দ্রকে

রাজ্যের তরফেও চিঠিতে উল্লেখ করা হয়েছে, ডায়মন্ড হারবারে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল। ফলে দিল্লিতে গিয়ে জবাবদিহি কোনও প্রয়োজন আছে বলে মনে করি না। উল্লেখ্য, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় এবং ডিজিপি বীরেন্দ্রকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লিতে তলব করা হয়েছিল।

মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে চিঠি লিখে জবাব দেওয়ার পর যে কেন্র্র-রাজ্য সংঘাত আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থান নেওয়ার পর কেন্দ্রের তরফে কী অবস্থান নেওয়া হয়। রাজ্যের মুখ্যসচিবের চিঠর প্রত্যুত্তরে কেন্দ্র কী লেখে, তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

নাড্ডার কনভয়ে হামলার ঘটনা তৃণমূল ও বিজেপির সংঘাত অব্যাহত রয়েছে। রাজ্যপালও কড়া অবস্থান নিয়েছেন রাজ্যের বিরুদ্ধে। তারপরই কেন্রেঘার তরফে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে তলব করা হয়। রাজ্য কেন্দ্রের ডাকে সাড়া না দেওয়ায় এই সংঘাত তৈরি হয়েই আছে। মুখ্যসচিব এই বৈঠক থেকে অব্যাহতি চেয়ে চিঠি লিখেছেন, তৃণমূল দাবি করছে, কেন্দ্রের তলবের কোনও এক্তিয়ারই নেই। আর বিজেপির কথা, রাজ্য অযথা সংঘাত তৈরি করছে।

English summary
Mamata Banerjee continues the confliction against Central over attack on Nadda’s convoy. Mamata says she will not send chief secretary and DGP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X