• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

করোনার কারণেই বাতিল উজবেকিস্তান সফর! ভার্চুয়াল সামিট থেকেই সন্ত্রাসদমনে কড়া বার্তা মোদীর

  • |

করোনা আবহেই শুক্রবার উজবেকিস্তানের উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মিরজিওয়েভের সঙ্গে ভার্চুয়াল সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি একাধিক ইস্যুতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মজবুতিতেও জোর দেন মোদী। একইসাথে ভারত-উজবেকিস্তানের যৌথ প্রয়াস বিশ্বব্যাপী সন্ত্রাসদমনে অনেকটাই সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন মোদী। প্রয়োজনে কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধো লড়াইয়েরও বার্তা দেন মোদী।

করোনার কারণেই বাতিল উজবেকিস্তান সফর! ভার্চুয়াল সামিট থেকেই সন্ত্রাসদমনে কড়া বার্তা মোদীর

প্রসঙ্গত উল্লেখ্য, ১৪ ডিসেম্বরই উজবেকিস্তানের পাঁচ বছরের শাসনকাল পূর্ণ করছেন রাষ্ট্রপতি শওকত মিরজিওয়েভ। এদিন সেই প্রসঙ্গেও তাঁকে সামিটের মঞ্চ থেকেই শুভেচ্ছা বার্তা দেন মোদী। পাশাপাশি চলতি বছরেই উজবেকিস্তান সফরের জন্য তাঁর গলায় উচ্ছ্বাসের সুর ধরা পড়ে। কিন্তু করোনা কারণেই তা সম্ভব হচ্ছে না বলেও দুঃখপ্রকাশ করেন মোদী।

এদিকে মোদী জমানায় এর আগে দু-দফায় ভারত সফরে আসেন উজবেকিস্তানের রাষ্ট্রপতি। এদিন শওকত মিরজিওয়েভের ২০১৮ ও ২০১৯ সালের সেই ভারত সফরের স্মৃতিচারণাও করেন মোদী। শুধু তাই নাই শুক্রবারের ভার্চুয়াল সামিট থেকেই মোদীকে বলতে শোনা যায়, “ওই সফরের পর থেকেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়েছে। একাধিক বিষয়ে খুলছে আলোচনার নতুন রাস্তা। পাশাপাশি ভারত-উজবেকিস্তানের মধুর সম্পর্কও সর্বজনবিদিত। এমনকী দুই দেশের কাছেই একাধিক বিষয়ে সমান সম্ভাবনা রয়েছে। সমস্ত বিষয় মাথায় রেখেই আমরা আগামীতে একযোগে কাজ করার চেষ্টা করব।”

মমতার রিপোর্ট কার্ড নিয়ে দুয়ারে দুয়ারে তৃণমূল কংগ্রেস, বঙ্গধ্বনি অভিযানে তৎপরতা বাড়ালেন নেতারা

English summary
uzbekistan tour canceled due to coronavirus modi s strong message on counter terrorism from the virtual summit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X