আইনি জটিলতার মাঝেই আজ নতুন সংসদ ভবনের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী
আজই নতুন সংসদ ভবনের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ ডিসেম্বর শিলান্যাস করবেন করবেন তিনি। প্রধানমন্ত্রীর অফিসের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভবনটি 'আত্মনির্ভর ভারত'-এর লক্ষ্যে একটি পদক্ষেপ এবং স্বাধীনতার পর প্রথমবার জনগণের সংসদ গঠনের এক যুগান্তকারী সুযোগ হবে এটি।

খরচ পড়বে প্রায় ৯৭১ কোটি টাকা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'নতুন সংসদ ভবনটি আধুনিক, সুরক্ষার সুবিধা সহ বর্তমান সংসদ সংলগ্ন ত্রিভুজাকার আকৃতির একটি বিল্ডিং হিসেবে নির্মিত হবে।' অনুষ্ঠানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন। ৬৪,৫০০ বর্গমিটারের নতুন ভবন নির্মাণের জন্য খরচ পড়বে প্রায় ৯৭১ কোটি টাকা।

প্রকল্প রূপায়নের জন্য বরাত টাটাকে
গোটা প্রকল্প রূপায়নের জন্য বরাত দেওয়া হয়েছে টাটা প্রজেক্টস লিমিটেডকে। নতুন সংসদ ভবনের নকশা প্রস্তুত করেছে এইচসিপি ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। ইতিমধ্যেই তাদের হাতে তৈরি ত্রিভুজাকৃতি সংসদ ভবনের নয়া নকশাও সামনে এসেছে বলে জানা যাচ্ছে।

ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের আগে তৈরি হবে নয়া ভবন?
এদিকে ২০২২ সালে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের আগেই সমগ্র প্রকল্পের কাজ শেষ করতে চাইছে কেন্দ্র। কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমানে রায়ে সেই সময়সীমা মেনে কাজ করা সম্ভব কিনা তা নিয়েই তৈরি হচ্ছে অনিশ্চয়তার বাতাবরণ। উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে নতুন সংসদ ভবন গোটা প্রকল্পের বিরোধিতা করে গত কয়েকদিনে জমা পড়ে একাধিক আবেদন। এই আবহে স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলার শুনানি করে সুপ্রিম কোর্ট। সেই শুনানিতে ভূমিপূজার অনুমতি মিললেও নির্মাণকাজে স্থগিতাদেশ দেয় আদালত।
মমতাকে চ্যালেঞ্জ জানাতে ঘর গোছাচ্ছেন শুভেন্দু! নয়া পথ চলা শুরু নন্দীগ্রাম থেকেই