indian oil coporation limited haldia refinery কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। non executive personnel পদে কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। junior engineering assistant and quality control analyst পদে নিয়োগের জন্য এই বিগুপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ- ২১.১২.২০২০।

junior assistant engineering electrical পদের জন্য রয়েছে ৩ টি শূন্য পদ। প্রার্থীদের ৩ বছরের ডিপ্লোমা করতে হবে এবং ৫০ শতাংশ নম্বর রাখতে হবে। প্রার্থীদের ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে।

বেতন ২৫০০০ থেকে ১০৫০০০ এর মধ্যে। junior quality control nalyst পদের ক্ষেত্রে রয়েছে ১ টি শূন্য পদ। প্রার্থীদের bsc করতে হবে ফিজিক্স ব কেমিস্ট্রি বা অঙ্ক নিয়ে এবং ৫০ শতাংশ নম্বর রাখতে হবে। এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের বেতন ২৫০০০ থেকে ১০৫০০০ এর মধ্যে হবে। এছাড়াও বেশ কিছু পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত জানার জন্য www.iocl.com এই ওয়েবসাইটে চোখ রখতে হবে। প্রার্থীদের ইন্টারভিউ এবং পরীক্ষার পরে বাছাই করা হবে। পরীক্ষার সময় পরে জানানো হবে। বিস্তারিত নিয়োগ সংক্রান্ত তথ্য ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।