প্রতীতি ঘোষ, বারাকপুর : আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। চলছে বিভিন্ন দেওয়ালে দেওয়ালে প্রতীক আঁকা। এবার উত্তর ২৪ পরগনার বারাকপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি দেওয়াল দখলকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে অশান্তি সৃষ্টি হল।
প্রসঙ্গত, বারাকপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি দেওয়ালে বুধবার রাতে দলীয় প্রতীক পদ্মফুল আঁকেন বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার সকালে গিয়ে তাঁরা দেখতে পান ওই দেওয়ালটি সম্পূর্ণ সাদা চুন করে বিজেপির প্রতীক মুছে দেওয়া হয়েছে।
বারাকপুর ১ মণ্ডলের সভানেত্রী জয়ন্তি পাল অভিযোগ করেন, “এখানকার শাসকদল আমাদের দেওয়াল মুছে দখল করে নিয়েছে । আমাদের কোনও দেওয়ালে দলীয় প্রচার করতে দেওয়া হচ্ছে না ।”
এই প্রসঙ্গে ব্যারাকপুর পুরসভার পুর প্রশাসক উত্তম দাস বলেন, বিজেপির নির্দিষ্ট কোনও দেওয়াল নেই । এখানে বেশিরভাগ দেওয়াল তৃণমূলের । কিছু দেওয়াল সিপিএমের আছে । এছাড়া নতুন যে দেওয়াল তৈরী করা হয়েছে সেগুলোতে ওরা লিখতে পারে। আমাদের দেওয়াল রঙ করলে সেটা তো ছেড়ে দেওয়া হবে না ।
ওদের এক নেত্রী আছে সে কিছু ছেলে নিয়ে এসব করে বেড়াচ্ছে । ওদের আমি বলেছি নতুন দেওয়ালে ওরা প্রচার করুক । কিন্তু ওরা পায়ে পা লাগিয়ে অশান্তি করছে । এসব বারাকপুরে চলবে না । ওরা আবার এই বারাকপুরকে অশান্ত করতে চাইছে ।”
এদিকে বারাকপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের যে দেওয়াল দখল নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে, সেই দেওয়ালটিতে প্রশাসনের পক্ষ থেকে আপাতত কাউকেই লিখতে নিষেধ করা হয়েছে ।