বেঙ্গালুরু: খুব শীঘ্রই করোনার ভ্যাকসিন বাজারে এসে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। তবে তারপরেও কিছুদিন প্রধান প্রধান তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি কর্মীদের বাড়ি থেকেই কাজ করিয়ে নিতে চাইছেন। টিসিএস ইনফোসিস উইপ্রো কর্মীদের ২০২১ সালের মার্চ পর্যন্ত বাড়ি থেকেই কাজ করাবে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই খবর। দেশের তিনটি প্রধান তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস ইনফোসিস উইপ্রোর মোট কর্মী সংখ্যা ৮.৭৮ লক্ষ । তাদের মধ্যে ৯৮ শতাংশ মানে ৮.৬১ লক্ষ কর্মী বাড়ি থেকে কাজ করছে। ইনফোসিসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তথা এইচ আর প্রধান রিচার্চ লোবো জানিয়েছেন, ৯৯ শতাংশ কর্মী এখন বাড়ি থেকে কাজ করছেন। এই বাড়ি থেকে কাজ করার ব্যাপারে আপাতত বড় কোন পরিবর্তন দেখতে পাচ্ছেন না জানুয়ারি থেকে মার্চ পরবর্তী ত্রৈমাসিকে। এপ্রিল মাসের পর থেকে অফিসের লোকজন আনার ব্যাপারটা পর্যালোচনা করা হবে, যা নির্ভর করছে অতি বাড়ির অবস্থা কেমন থাকে এবং কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে। তিনি আরও জানিয়েছেন, কর্মীরা ট্রাভেল করলেও খুব সীমিত ক্ষেত্রে এবং তা করা হচ্ছে শুধুমাত্র পরিবারের সঙ্গে পুনর্মিলন এবং অত্যাবশ্যকীয় কাজের জন্য। একইরকম ভাবে উইপ্রোতে ৯৮ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করছে। এই তথ্যপ্রযুক্তি সংস্থাটিও ২০২১ সালের জানুয়ারির পরেও কর্মীদের বাড়ি থেকে কাজ করানোর বজায় রাখতে চাইছে। একইরকম ভাবে টিসিএস তাদের ৯৭ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করাচ্ছে। তাছাড়া আগেই ঘোষণা করেছিলেন ২০২৫ সালের মধ্যে অফিস থেকে মাত্র ২৫ শতাংশ লোককে দিয়ে কাজ করাবে বলে ঠিক করেছিল।