মুম্বই: বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকায় রয়েছে তাঁর নাম। অতিমারীতে যখন বিশ্ব জুড়ে আর্থিক অবস্থা তলানিতে, তার মধ্যেই খুশির খবর নাতিকে কোলে নিয়ে ছবি দিলেন মুকেশ অম্বানি।

আম্বানিদের প্রাসাদ অ্যান্তিলিয়ায় খুশির হাওয়া। বিশ্বের অন্যতম ধনী পরিবারে জন্ম নিল ফুটফুটে পুত্র সন্তান। দাদু হলেন রিলায়েন্স ডিজিটালের কর্ণধার মুকেশ অম্বানি। বুধবারই মুকেশ পুত্র আকাশ এবং শ্লোকা মেহতার কোল আলো করে জন্ম নিল ফুটফুটে পুত্র সন্তান। সারা আম্বানি পরিবারেই এখন সাজো সাজো রব।

প্রথমবার নাতির মুখ দেখলেন মুকেশ এবং নীতা। এদিন, একটি বিবৃতি প্রকাশ করে অম্বানি পরিবারের তরফে জানানো হয়, শ্রীকৃষ্ণের আশীর্বাদে শ্লোকা এবং আকাশের কোলজুড়ে এক ফুটফুটে পুত্রসন্তান জন্ম নিয়েছে।

ধীরুভাই এবম কোকিলাবেন অম্বানির প্রথম প্রপৌত্রকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত খুশি এবং গর্বিত মুকেশ ও নীতা আম্বানি। আকাশ এবং শ্লোকার এটিই প্রথম সন্তান।

অম্বানির পরিবার সূত্রে খবর, মা এবং সদ্যজাত উভয়েই সুস্থ রয়েছেন। প্রসঙ্গত, ২০১৯ সালে ছোটবেলার বান্ধবী শ্লোকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন মুকেশপুত্র আকাশ আম্বানি। হিরে ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে শ্লোকাকে পুত্রবধূর সম্মানে ঘরে তুলেছিলেন ধনকুবের মুকেশ আম্বানি।

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।