প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগণা : এবার উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে বিদ্রোহ বনগাঁর তৃণমূল নেতা রতন ঘোষের। গত কয়েকদিন আগেই বনগাঁতে বিশাল জনসভা করেন মুখ্যমন্ত্রী। বিশাল সেই জনসভায় বনগাঁ অঞ্চলের সমস্ত নেতারা উপস্থিত থাকলেও ছিলেন না রতন ঘোষ।

যা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়।

গড় হাজির থেকে বনগাঁর তৃণমূল নেতা রতন ঘোষ তার জেলা পরিষদের খাদ্য বিভাগের কর্মধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন । এরপর রাত পার হতেই বনগাঁতে রতন ঘোষের নামে বিভিন্ন এলাকায় পোস্টার পড়ল| যা নিয়ে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বনগাঁর রাজনৈতিক মহলে।

বনগাঁ মহকুমার গোপাল নগর এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় উপস্থিত ছিলেন না উঃ ২৪ পরগনা জেলা তৃনমূল কংগ্রেসের বনগাঁর নেতা রতন ঘোষ। বাড়ির কাছে মুখ্যমন্ত্রীর জনসভায় গর হাজির নিয়ে প্রশ্ন উঠেছিল জনসভাতেই ৷ আর তার কিছুক্ষনের মধ্যেই জানা গিয়েছিল তিনি জেলা পরিষদের খাদ্য বিভাগের কর্মধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেছেন।

রাত পার হতেই সকাল বেলাতেই বনগাঁ শহরে পোস্টার দেখা গেল তার নামে। “দাদা তোমার পথই আমাদের পথ”- স্লোগানে লেখা পোস্টার দেখা গেল বনগাঁ বাটার মোড়ে , টাউন হল মোড়ে। দলের জন্মলগ্ন থেকেই দল করে এসেছেন রতন ঘোষ। হঠাৎ তিনি বিদ্রোহী হয়ে ওঠার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁর রাজনৈতিক মহলে।

অন্যদিকে, শুভেন্দু নিয়ে এখনও চলছে জল্পনা! তৃণমূলেই থাকছেন নাকি অন্য কোনও দলের দিকে পা বাড়াচ্ছেন তা এখনও পরিষ্কার নয়। তবে শুভেন্দু যদি দল ছাড়ে তাহলে বড়সড় ক্ষতি হবে বলে মনে করছেন অনেকেই। এই অবস্থার মধ্যেই মুখ খুললেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শনিবার দলের বিরুদ্ধে মুখ খোলেন বনমন্ত্রী। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল।

রাজীবের এহেন মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই তাঁর সমর্থনে পড়ে পোস্টার ও ফ্লেক্স। কলকাতার বিভিন্ন অংশে পড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই পোস্টার। জানা যায়, শ্যামবাজার, গিরিশ পার্ক, কাঁকুড়গাছি, উল্টোডাঙা সহ উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ “কাজের মানুষ-কাছের মানুষ”, “সততার প্রতীক” লেখা পোস্টার দেখা গিয়েছে।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত রাজীব বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, নাম না করে রাজীবকে পাল্টা কটাক্ষ করেছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। বলেন, ব্ল্যাকমেল করে তৃণমূলে থাকা যাবে না। চোরের মায়ের বড় গলা।

যেভাবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়ছে রাজ্যজুড়ে তাতে অনেকেই বলছেন, শুভেন্দুর পথে হয়তো হাঁটতে পারেন রাজীবও। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নিজের অবস্থান স্পষ্ট করেনি রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও তিনিই দলেই রয়েছেন বলে সাফ জানিয়ে দিয়েছে তৃণমূল।

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।