• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

টার্গেট ২০২১, বাংলার মন জয় করতে আড়াই লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেবে তৃণমূল!

রিপোর্ট কার্ডের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষের সামনে ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তৃণমূল কংগ্রেস। শাসকদলের জনপ্রতিনিধিরা এই রিপোর্ট কার্ড বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে। আজ, বৃহস্পতিবার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট কার্ড প্রকাশ করেন দলের শীর্ষ নেতারা।

দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে তৃণমূলের নেতারা

দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে তৃণমূলের নেতারা

এদিন এই বিষয়ে শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, '২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ চলা শুরু। সেই মা মাটি মানুষ সরকারের গঠিত হয়। সব সময় আমাদের ভালো কাজ করার চেষ্টা রয়েছে। এভাবেই বিগত বছরে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করেছে। এবার আলাদা আলাদা ভাবে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে ২৯৪টি আসনেই। পথ পরিক্রমার মাধ্যমে আড়াই লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেবেন আমাদের দলের ৪ হাজার নেতা। সেখানে দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে তৃণমূলের নেতারা।'

শিক্ষা ক্ষেত্রে সরকারের খতিয়ান

শিক্ষা ক্ষেত্রে সরকারের খতিয়ান

এদিকে শিক্ষা ক্ষেত্রে সরকারের কাজের খতিয়ান দিতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, '২০১৫ সালে সবুজ সাথী প্রকল্পের আরম্ভ করেন। মমতা বন্দ্যো ৮৪ লক্ষ সাইকেল বিতরণ করা হয়েছে। রাষ্ট্রসংঘের খেতাম পেয়েছে সবুজ সাথী। এটা ঐতিহাসিক স্বীকৃতি। ৯২ লক্ষ ছাত্রছাত্রীকে স্কুলের পোশাক এবং ১১৩ লক্ষ ছাত্রছাত্রীকে মিড-ডে মিলের আওতায় আনা হয়েছে। ৩০টি নতুন বিশ্ববিদ্যালয় এবং ৫০টি কলেজ তৈরি করা হয়েছে। অনলাইন শিক্ষা এবং অনলাইনে ভর্তির ব্যবস্থা করেছি। ওয়ার্ড স্তরে, প্রতিটি গৃহস্থের ঘরে পৌঁছে দেওয়া হবে রিপোর্ট কার্ড।'

রাজ্যের উন্নয়ন মডেলকে সামনে রেখে নির্বাচন

রাজ্যের উন্নয়ন মডেলকে সামনে রেখে নির্বাচন

বিরোধীরা শাসক দলের নেতা-মন্ত্রীদের দুর্নীতিকে হাতিয়ার করে ভোটে যেতে চাইছে। ঠিক এমন সময় রাজ্যের উন্নয়ন মডেলকে সামনে রেখে নির্বাচন করতে তৎপর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। লক্ষ্য, সাধারণ মানুষকে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্পর্কে অবগত করা। সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১০ বছরের শাসনকালে কী কী উন্নয়ন করেছে তার একটা তালিকা তৈরি হয়েছে।

তালিকা অনুযায়ী তৈরি করা হয়েছে রিপোর্ট কার্ড

তালিকা অনুযায়ী তৈরি করা হয়েছে রিপোর্ট কার্ড

এই তালিকা অনুযায়ী তৈরি করা হয়েছে রিপোর্ট কার্ড। বিশেষ রিপোর্ট কার্ডে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলো। নতুন বছরের প্রাক্কালে এই রিপোর্ট কার্ড রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে নেতৃত্ব। এলাকায় এলাকায় দলের জনপ্রতিনিধিরা তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

মমতাকে চ্যালেঞ্জ জানাতে ঘর গোছাচ্ছেন শুভেন্দু! নয়া পথ চলা শুরু নন্দীগ্রাম থেকেই

English summary
Partha Chatterjee said Mamata Banerjee's report card to be taken to every door step covering 2.5 lakh km
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X