জ্ঞান ফিরেছে বুদ্ধদেব ভট্টাচার্যের! প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এখন কেমন?
বুধবার গভীর রাতে জ্ঞান ফিরল বুদ্ধদেব ভট্টাচার্যর। তবে তাঁকে এখনও ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে জানানো হয়েছে উডল্যআন্ডস হাসপাতালের তরফে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি ভেন্টিলেটরের সাপোর্ট ধীরে ধীরে কমানো হচ্ছে। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত, সংকটমুক্ত নন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে ভুগছেন
চিকিৎসকদের দাবি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই সমস্যার কারণে গত বছরের সেপ্টেম্বর মাসেও তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। এর পরেও মাঝে মধ্যেই তিনি অসুস্থ হয়েছেন। বাড়িতেই তাঁর চিকিৎসা চলেছিল। তবে বুধবার তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৭০-এ নেমে এসেছিল।

এখনও ভেন্টিলেশনে বুদ্ধদেব
জানা যায়, শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে তীব্র শ্বাসকষ্ট ভুগতে শুরু করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপরই তাঁকে দ্রুত নিয়ে আসা হয় হাসপাতালে। হাসপাতালে ভরতি করানোর পরে বর্ষীয়ান বাম নেতার শরীরে অক্সিজেনের পরিমাণ যাতে বাড়ানো সম্ভব হয়। এই অবস্থায় তাঁকে ইলেকটিভ ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়। জানানো হয়েছে, এখনও তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে।

চিকিৎসায় সাড়া দিচ্ছেন
চিকিৎসকরা জানিয়েছেন, ইলেকটিভ ভেন্টিলেটরের সাপোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাখা না হলে বুধবার তাঁকে বাঁচানো নাও সম্ভব হতে পারত। এদিকে, হাসপাতালে ভরতি করানোর পর থেকে গতকাল রাত পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, চিকিৎসায় সাড়া দিলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অজ্ঞান অবস্থায় রয়েছেন। বিষয়টি নিয়ে উদ্বেগে ছিলেন চিকিৎসকরা। তবে, কিছুটা হলেও এখন তাঁদের উদ্বেগ কমেছে। কারণ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জ্ঞান ফিরেছে।

১০টা নাগাদ মেডিকেল বোর্ডের বৈঠক
এদিকে বুধবার হাসপাতালে ভরতি করানোর পরে বুদ্ধদেব ভট্টাচার্যে কোভিড ১৯ টেস্ট করানো হয়। তবে, টেস্টের রিপোর্ট নেগেটিভ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে ৫ জন চিকিৎসক রয়েছেন। এদিন সকাল ১০টা নাগাদ এই চিকিৎসকরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন মেডিকেল বোর্ডের বৈঠকে। এই বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।