দুবাই: কোভিড-১৯ প্রকোপেও বছর খুব একটা খারাপ যায়নি বিরাট কোহলির৷ অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ হারলেও বছরের শুরুতে নিউজিল্যান্ড ও বছর শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছে কোহলির ভারত৷ সেই সঙ্গে আইসিসি ওয়ান ডে ব়্যাংকিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করছেন বিরাট৷
২০২০ বছরটা মোটেই ভালো নয় সারা বিশ্বের কাছে৷ করোনাভাইরাস নামক অতিমহামারী বিশ্বের প্রায় প্রতিটি দেশকেই কমবেশি পিছনে ঠেলে দিয়েছে৷ এর ফলে আর্থিক মন্দায় ভুগছে সারা বিশ্ব৷ ক্রীড়াক্ষেত্রে কোভিড-১৯ ব্যাপক প্রভাব ফেলেছে৷ ধীরে ধীরে ক্রিকেটাররা বাইশ গজে ফিরলেও স্বাভাবিক অবস্থা এখনও আসেনি৷
নভেম্বর থেকে অস্ট্রেলিয়া সফর করছে ভারতীয় ক্রিকেট দল৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হারলেও তিন ম্যাচের টি-২০ সিরিজ জিতে নেয় কোহলি কোং৷ অস্ট্রেলিয়ার কাছে ওয়ান ডে সিরিজ হারলেও আইসিসি ওয়ান ডে ব়্যাংকিংয়ে এক নম্বর ব্যাটসম্যান হিসেবে বছর শেষ করতে চলেছেন বিরাট৷ অস্ট্রেলিয়া সফরে দু’টি হাফ-সেঞ্চুরি করা কোহলি ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরেই রয়েছেন৷ দু’ নম্বরে থেকে বছর শেষ করবেন সীমিত ওভারের ক্রিকেটে তাঁর ডেপুটি রোহিত শর্মা৷
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের ক্রিকেটে খেলেননি রোহিত৷ তবে চোট সারিয়ে সিরিজের শেষ দু’টি টেস্টে তাঁর খেলার সম্ভাবনা উজ্জ্বল৷ তবে ওয়ান ডে না-খেলেও দ্বিতীয় স্থান ধরে রাখতে সক্ষম ‘হিটম্যান’৷ তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে বাবর আজম, রস টেলর ও অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ৷
বিরাট ও রোহিতের পাশাপাশি আইসিসি ব়্যাংকিংয়ে প্রথমবার ৫০-এর মধ্যে ঢুকে পড়লেন হার্দিক পান্ডিয়া৷ কেরিয়ারের সেরা ৫৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ৪৯ নম্বরে রয়েছেন হার্দিক৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান ডে সিরিজের দু’টি হাফ-সেঞ্চুরি করেন টিম ইন্ডিয়ার এই ডানহাতি৷ সিডনিতে প্রথম ম্যাচে ৯০ রানের ইনিংস খেলার পর ক্যানবেরায় সিরিজের শেষ ম্যাচে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জেতাতে বড় ভূমিকা নেন হার্দিক৷