হাওড়া-বাঁকুড়াঃ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, সহ-সভাপতি মুকুল রায় ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় প্রতিবাদ মিছিল করল বিজেপির যুব মোর্চা। হাওড়ায় দলের জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা ও যুব মোর্চার সভাপতি ওমপ্রকাশ সিং এর নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল বের হয় পঞ্চাননতলার জেলা অফিসের সামনে থেকে।
মিছিল জেলাশাসকের কার্য্যালয়ের কাছে এলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। কিন্তু বিজেপি কর্মীরা ব্যারিকেড টপকে সামনের দিকে চলে আসেন। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। দুপক্ষের মধ্যে হাতাহাতিতে বিজেপির তিন মহিলা কর্মী আহত হয়েছেন বলে খবর।
তাদেরকে হাসপাতালে আনা হয়। অন্যদিকে, পুলিশ কর্মীরাও আহত হন। এদিন বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেন। রাস্তায় বসে শ্লোগান দেন।
উল্লেখ্য, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে এদিন হামলার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ডহারবারে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়। ভাঙচুর করা হয় বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়ের গাড়িও।
এরই প্রতিবাদে বিক্ষোভ হয় হাওড়াতেও। শুধু হাওড়াতেই নয়, বিক্ষোভ হয় বাঁকুড়াতেও। বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে.পি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগে বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। বৃহস্পতিবার প্রাক্ সন্ধ্যায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধের পাশাপাশি বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা কর্মীরা।
বিজেপির এই বিক্ষোভ ও পথ অবরোধের ফলে দুর্গাপুর-বাঁকুড়া-খড়্গপুর গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন। সমস্যায় পড়েন অসংখ্য সাধারণ মানুষ।
এই পথ অবরোধে নেতৃত্বদানকারী বিজেপি যুব মোর্চার বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের অভিযোগ, বিজেপি সভাপতি জে.পি নাড্ডা ও দলের শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয়কে খুনের চেষ্টা করেছে তৃণমূল আশ্রিত সমাজবিরোধীরা।আগামী দিনে এই ঘটনার প্রতিবাদে প্রতিটি থানার পাশাপাশি পুলিশ সুপার ও জেলাশাসকের দপ্তর ঘেরাও করা হবে বলে তিনি জানান।
অন্যদিকে শুধু বাঁকুড়া কিংবা হাওড়াতেই নয়, জেলার একাধিক জায়গাতে এদিন নাড্ডার কনভয়ে হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা।