• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

উত্তপ্ত শিরাকোল! ডায়মন্ডহারবারের পথে জেপি নাড্ডার কনভয়ে ইট, লাঠি, হামলা সংবাদ মাধ্যমের গাড়িতেও

জেপি নাড্ডার ডায়মন্ডহারবার সফরকে ঘিরে উত্তপ্ত শিরকোল। এদিন ডায়মন্ডহারবারে সভা উপলক্ষে কলকাতা থেকে কনভয় নিয়ে রওনা দেন বিজেপির (bjp) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (jp nadda)। কিন্তু আমতলায় পৌঁছনোর পরেই তাঁর গাড়ি আটকানোর চেষ্টা হয়। তাঁর গাড়িতে অনেককে চাপড় মারতেও দেখা যায়।

ফের দাপট কুয়াশার, বাড়ল তাপমাত্রা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস, একনজরে

 দফায় দফায় কনভয়ে হামলা

দফায় দফায় কনভয়ে হামলা

এদিন সকালে ডায়মন্ডহারবারের উদ্দেশে রওনা দেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সঙ্গে ছিল বিরাট কনভয়। ছিল বিজেপির রাজ্য নেতৃত্বের একাধিক নেতার গাড়ি। আমতলা মোড় ছাড়ার পরেই কনভয় আটকানোর চেষ্টা করা হয়। লাঠি উড়ে আসে। বোনেটে চাপড়ও মারেন অনেকে। কিছুক্ষণের জন্য আটকে পড়ে কনভয়। শিরাকোল পর্যন্ত এই পরিস্থিতি ছিল। রাস্তায় মাঝে মধ্যে কোনও কোনও জায়গায় বড় বড় পাথর ছোঁড়া হয়। জেপি নাড্ডার কনভয়ের সঙ্গে থাকা পুলিশ কর্মীরা ঢাল ও লাঠি নিয়ে তেড়ে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। কিন্তু সেখানে রাজ্য পুলিশের দেখা মেলেনি বলে অভিযোগ।

 কৈলাশ, মুকুলের গাড়িতেও হামলা

কৈলাশ, মুকুলের গাড়িতেও হামলা

শুধু জেপি নাড্ডার গাড়িতেও হামলায় নয় বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের গাড়িতেও হামলা হয়। একটি বড় পাথর কৈলাশ বিজয়বর্গীয়ের গাড়িতে। একাধিক শীর্ষস্থানীয় নেতার গাড়িতে হামলা করা হয়। হামলা হয় কনভয়ে থাকা সংবাদ মাধ্যমের গাড়িতে। রাস্তায় থাকা বাসের কাঁচও ভাঙা হয়। ইট, পাথরের হামলা থেকে নিস্তার পায়নি পুলিশের গাড়িও।

 গাড়িতে পাথর না ছুঁড়লেই ভাল হত, বললেন সৌগত

গাড়িতে পাথর না ছুঁড়লেই ভাল হত, বললেন সৌগত

এদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, গাড়িতে পাথর না ছুঁড়লেই ভাল হত। সৌগত রায় বলেছেন, এতবড় যাত্রা পথে পুরোটা পুলিশ দিয়ে মুড়ে ফেলা সম্ভব নয়। তিনি তো দেশের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী নন যে তাঁর জন্য নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে। পাশাপাশি তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে গিয়ে না খোঁচালেই ভাল হত। একটা বড় সভা বিজেপি করতে পারত।

সকাল থেকেই এলাকায় তৃণমূলের কর্মসূচি

সকাল থেকেই এলাকায় তৃণমূলের কর্মসূচি

এদিন সকাল থেকেই শিরাকোল থেকে ডায়মন্ডহারবারের পথে একাধিক জায়গায় নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের নেতা কর্মীরা। নেতৃত্বে ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি শওকত মোল্লা। ডায়মন্ডহারবার রোডের ওপরে তাঁরা বিক্ষোভ দেখান। বিজেপির অভিযোগ, এই কর্মসূচি থেকেই তৃণমূল কর্মীদের উত্তেজিত করা হয়।

ডায়মন্ডহারবারে হামলা বিজেপি নেতা কর্মীদের ওপর

ডায়মন্ডহারবারে হামলা বিজেপি নেতা কর্মীদের ওপর

শুধু জেপি নাড্ডার কনভয়েই নয়, এদিন সকালে ডায়মন্ডহারবারে হামলা হয়েছে পতাকা ফেস্টুন লাগাতে যাওয়া বিজেপি কর্মীদের ওপরে। দুইজনকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়।

English summary
JP Nadda is stopped in Sirakol by Trinamool Congress workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X